বিদেশের খবর
মাথা খাওয়ার জন্য খুন করলেন নিজের সন্তানকেই

বেঙ্গল এক্সপ্রেস: ছেলের মাথা খাওয়ার জন্য খুন করলেন নিজের সন্তানকেই। এমনই এক মর্মান্তিকর ঘটনা ঘটেছে মিশরে। এক্ষুনি মহিলার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে। মহিলার এধরনের কাণ্ডকারখানা দেখে হতবাক সবাই। আর এই ঘটনা প্রকাশ্যে আসতে না আসতেই ভাইরাল হয়ে চলেছে।
অভিযুক্ত ওই মহিলার নাম হানা মোহাম্মদ হাসান,বয়স ২৯ বছর। অভিযোগ ছিল যে, নিজের পাঁচ বছরের পুত্র সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় তিনবার আঘাত করেন ওই মহিলা আর ওই আঘাতের জেরে মৃত্যু হয় শিশুটির। এবং শিশুটির মৃত্যু হলে সবজি কাটার মত করে তার দেহটাকে কাটেন ওই মহিলা। মাথার অংশটি কি কেটে নিয়ে তবে গরম জলে রান্না করার পর সেই মাথায় খান তিনি এবং বাকি দেহাংশ টুকু ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলেন। এবং পরবর্তীতে প্রমাণ সরিয়ে ফেলার জন্য পুত্রের দেহাংশ পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত কোষে ছিলেন ওই মহিলা এমনই সন্দেহ করেছেন মিশরের পুলিশ।
আরও পড়ুন- ইটাহারে পঞ্চাশোর্ধ মহিলার অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবী সানস্ট্রোক
তবে সে গুড়ে বালি, তার এই হ্যালো কর্ম বাড়ির এক আত্মীয় দেখে ফেলে। এবং পরবর্তীতে ঘটনা ফাঁস হয়ে যায় ঘটনাটি মিশরের আবু সালাবি এলাকায় ঘটেছে। পরবর্তীতে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, ওই মহিলার প্রাক্তন স্বামী এবং সে স্বামীর পরিবারের হাত থেকে নিজের পুত্রকে রক্ষা করার জন্যই এ এই হেন কাজ করেছেন তিনি।