আন্তর্জাতিক
রাশিয়ার বিরুদ্ধচারণ, মস্কোয় নিষিদ্ধ জাপানের প্রধানমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা দু’মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ অব্যাহত Russia-Ukraine-এর মধ্যে। দুই দেশের এই টানাপোড়েনে রাশিয়ার প্রতি বিরূপ মনোভাব দেখানোয় এবার জাপানের উপর নিষেধাজ্ঞা জারি করল রুশ বিদেশমন্ত্রক।
বুধবার এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, যুদ্ধের আবহে মস্কোর উপর অতিয়োশক্তি দেখানোর কারণে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যারফলে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ার দরজা বন্ধ জাপানবাসীর জন্য।
সূত্রের খবর, এই নিষেধাজ্ঞার তালিকায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জাপানের বিদেশমন্ত্রী ইয়োশিমাসা হায়াসি। এছাড়াও ওই তালিকায় রয়েছে জাপানের বেশকিছু সাংবাদিক এবং একজন অধ্যাপক। সবমিলিয়ে প্রায় ডজন খানেক জাপানী সরকারি অধিকর্তাদের জন্য বন্ধ হয়ে গেল পুতিনের দেশের দরজা।
আরও পড়ুন: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সফরে যাবেন বাইডেন
এদিন আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমী দুনিয়ার কাছে রাশিয়ার বিরুদ্ধাচারণ করছে জাপান। এই অভিযোগে সাময়িক ভাবে রাশিয়ার মাটিতে জাপানের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে।
জানা গিয়েছে, টোকিও রাশিয়ার সঙ্গে ভালো প্রতিবেশী সম্পর্ক ভেঙে ফেলে রাশিয়ার অর্থনীতি এবং দেশের আন্তর্জাতিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এই অভিযোগে রুশ বিদেশ মন্ত্রকের তরফে জাপানের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, আইন প্রণেতা, সাংবাদিক এবং অধ্যাপক সহ ৬৩ জন জাপানি নাগরিককে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে।
আরও পড়ুন: স্মার্টফোন রক্ষাকবচ! রুশ হামলা থেকে প্রাণে বাঁচলেন ইউক্রেনীয় সেনা
উল্লেখ্য, গত ২ মাস ধরে যুদ্ধের আবহ অব্যাহত ইউক্রেনজুড়ে। রুশ বাহিনীর দাপটে বিপর্যস্ত ইউক্রেনের জনজীবন। একের পর এক রাশিয়ান মিসাইল হামলায় খড়কুটোর মত খসে পড়ছে ইউক্রেনের ঘরবাড়ি,আবাসন, বহুতল।