ভাইরাল খবর
হটাৎ আকাশে দেখা দিলো UFO শোরগোল পরেছে ইন্টারনেটে
হঠাৎ আকাশে দেখা গেল UFO , আচ্ছা দেখা মাত্রই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। প্রায় ঘন্টাখানেক আকাশে ভেসে থাকতে দেখা গিয়েছে এই UFO, আমরা সবাই কমবেশি ভিন্ন গ্রহের প্রাণীদের

ডিজিটাল ডেস্ক : হঠাৎ আকাশে দেখা গেল UFO , আচ্ছা দেখা মাত্রই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। প্রায় ঘন্টাখানেক আকাশে ভেসে থাকতে দেখা গিয়েছে এই UFO, আমরা সবাই কমবেশি ভিন্ন গ্রহের প্রাণীদের নিয়ে কৌতুহল প্রকাশ করে থাকে যদিও এর প্রমাণ মিলে যে বহু ক্ষেত্রে আর এইবার এমন দৃশ্য সামনে আসায় কৌতুহল বেড়ে গিয়েছে ।
A majestic lenticular cloud spotted over Bursa, Turkey today. pic.twitter.com/Rs0j1jafJ3
— ʟᴀɴᴋᴀɴᵀᵁᴿᴷ (@lankanist) January 19, 2023
তুরস্কের বুরশা শহরের আকাশে চাক্ষুষ এমন মেঘ-পুঞ্জের দৃশ্য দেখা গেল যা অবিকল ভিনগ্রহের বিমানের মত। এমন অদ্ভুত দৃশ্য দেখে অনেকেই ক্যামেরাবন্দি করেছেন আর চটপট ছেড়েছেন সোশ্যাল মিডিয়ার পর্দায় যা তৎক্ষণাৎ ভাইরাল হয়ে গিয়েছে। শহরের অনেক জন তাদের সোশ্যাল মিডিয়ার পোস্টে ক্যাপশন দিয়ে লিখেছেন এর আগে অনেক মেঘপুঞ্জে দেখা গেলেও এবারের মেঘপুঞ্জের আকার আকৃতি এবং রং ছিল অবিকল ভিনগ্রহের ইউ এফ এর মত।
আরোও পড়ুন – গাড়িতে সিটবেল্ট না পরার শাস্তি পেলেন দেশের খোদ প্রধানমন্ত্রী
আরোও পড়ুন – ক্যারিয়ার নষ্টের ভয়ে নিজের গর্ভে সন্তান ধারণ করেননি প্রিয়াংকা চোপড়া! সত্যি কি তাই?
দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন এই ধরনের মেঘ পুঞ্জের নাম লেন্টিকুলার ক্লাউড। যা মাটি থেকে প্রায় দু হাজার থেকে প্রায় ৫০০০ মিটার উচ্চতায় ভেসে বেড়ায় আর এই ধরনের মেঘ পুঞ্জের আবির্ভাব হলে গণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে বাতাসে আদ্রতার পরিমাণ আচমকায় বেড়ে যায় ফলে ঝড়ো হাওয়া বয় বার সম্ভাবনা হয়।
আরোও পড়ুন – রাজ-শুভশ্রী রোমান্সে মত্ত ! ভাইরাল হল গোপন মুহূর্ত
আরোও পড়ুন – হাতির দাঁতে বসে ছবি তুললেন যুবক, শেষটা জানলে অবাক হবেন