আন্তর্জাতিক
গাড়িতে সিটবেল্ট না পরার শাস্তি পেলেন দেশের খোদ প্রধানমন্ত্রী
যে আশঙ্কা ছিল আর তাতেই পরল সীলমোহর। প্রধানমন্ত্রী হয়েছেন তাতে কি! গাড়িতে সিট বেল্ট না পড়ার জন্য গুনতে হলো মোটা অংকের টাকা, প্রধানমন্ত্রী হয়েও জরিমানা দিয়েছেন তিনি।

ডিজিটাল ডেস্ক : যে আশঙ্কা ছিল আর তাতেই পরল সীলমোহর। প্রধানমন্ত্রী হয়েছেন তাতে কি! গাড়িতে সিট বেল্ট না পড়ার জন্য গুনতে হলো মোটা অংকের টাকা, প্রধানমন্ত্রী হয়েও জরিমানা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার লন্ডন থেকে ল্যাংশায়ার যাচ্ছিলেন ব্রিটেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
চট জলদি যাত্রা পথে নিজেই ভুলে গিয়েছিলেন লাগাতে তবে দেশের পুলিশের চোখে ফাঁকি দিতে পারেনি খোদ প্রধানমন্ত্রী, জরিমানা করা হয় ১০০ পাউন্ড। ইংল্যান্ডে গাড়িতে চলাকালীন না পড়লে জরিমানা হয় ৫০০ পাউন্ড তবে এক্ষেত্রে নিজের দোষ মেনে নিলে এমনকি দ্বিতীয় বার এই ভুল না করার অঙ্গীকারবদ্ধ হলে সেই জরিমানা কমে আসে একশ পাউন্ডে। তাই ব্রিটেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক কে গুনতে হয়েছে ভারতীয় মুদ্রায় আনুমানিক ১০ হাজার টাকা।
আরোও পড়ুন – ক্যারিয়ার নষ্টের ভয়ে নিজের গর্ভে সন্তান ধারণ করেননি প্রিয়াংকা চোপড়া! সত্যি কি তাই?
আরোও পড়ুন – রাজ-শুভশ্রী রোমান্সে মত্ত ! ভাইরাল হল গোপন মুহূর্ত
মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওতে ঋষি সুনাককে (Rishi Sunak) সিটবেল্ট ছাড়া (Seat beltless) দেখার পরই জোরকদমে শুরু হয় সমালোচনা। ফলে নড়েচড়ে বসে পুলিশও। স্বয়ং ক্ষমা চেয়ে নেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কিন্তু তাতেও মেলেনি রেহাই ঋষি বাবুর। ইংল্যন্ডে যে নিয়ম সকলের জন্য সমান, এই ঘটনায় প্রমাণিত হয়েছে।
ল্যাঙ্কশায়ার পুলিশ জানান, হটাত সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখান থেকে ৪২ বছরের ব্যক্তিকে সিটবেল্ট না পরেই চলন্ত গাড়িতে দেখা গিয়েছে। সেই কারণে তাঁকে জরিমানা করা হয়েছে।
আরোও পড়ুন – একফোঁটা অহংকার নেই গায়ক ‘অরিজিৎ সিং’-এর ফের গর্বে চোখে জল ভক্তদের
আরোও পড়ুন – জানেন কি! সিনেমার বড় তারকারা পাত্তা পায় না, নীতা আম্বানির লাইফ স্টাইল যা শুনলে চমকে যাবেন
সুনাক সিটবেল্ট না পরায় সমালোচনা ধেয়ে এসেছিল তাঁর দিকে। বিরোধী লেবার পার্টির অ্যাঞ্জেলা রেনার বলেন, “ঋষি সুনাকের (Rishi Sunak) যে প্রাইভেট জেটে যাতায়াত করাই অভ্যাস, তা বোঝা যাচ্ছে।” তার জবাবে আবার ডাউনিং স্ট্রিটের মুখপাত্র পালটা দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী গোটা দেশ ঘুরে বেড়ান। তাঁকে তো কম সময়ের মধ্যে সেসব জায়গায় পৌঁছতে হয়। নানা ধরনের পরিবহণে যাতায়াত করতে হয়।” মুখপাত্র এও জানান, প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে তাঁর ভুল হয়েছে এবং ক্ষমাও চেয়েছেন। তাঁর আরও দাবি, “চলন্ত গাড়িতে কিছুক্ষণের জন্যই তিনি সিটবেল্ট খুলেছিলেন। আপনারা যে ভিডিও দেখছেন, তা ওইটুকু সময়েরই।” এবার সেই ঘটনার শাস্তিও পেলেন সুনাক।