ভাইরাল খবর
“বিমানের জানালা খুলুন গুটখার পিক ফেলব” যাত্রীর আবদারে হতবাক বিমান সেবিকা
এক বিমান যাত্রীর আবদার শুনে রীতিমত হতবাক বিমানসেবিকা। আপনিও হয়ত মনে মনে ভাবছেন, সত্যি এমন আবদারও কি করা সম্ভব ?

বেঙ্গল এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক: হাসতে হাসতে লুটপাট খেলো বিমানে থাকা যাত্রীরা, এমন কান্ডে রীতিমত ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়া। ৬০০০ ফুট উপরে আকাশ যাত্রায় ঘটল এক আজব কাণ্ড। কর্মরত কোন বিমানসেবিকারা হয়তো আজ পর্যন্ত এমন অভিজ্ঞতা চাক্ষুষ পাননি। এক বিমান যাত্রীর আবদার শুনে রীতিমত হতবাক বিমানসেবিকা। আপনিও হয়ত মনে মনে ভাবছেন, সত্যি এমন আবদারও কি করা সম্ভব? আর সেই ভাইরাল ভিডিওই সোশ্যাল মিডিয়ায় রীতিমত হাস্যকর খোরাক হয়েছে।
আপনি হয়তো ভাবছেন, ইন্ডিগো (InDigo) বিমানের যাত্রী কী এমন আবদার করলেন ? তাহলে পুরো ঘটনা টা জেনে নেওয়া যাক। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে যে ভিডিওটি, তাতে দেখা যাচ্ছে এক যাত্রীর হাতে রয়েছে গুটখা বা পান মশলা। স্বাভাবিক ভাবেই কর্মরত বিমানসেবিকাকে ডাকেন তিনি। যাত্রীর কাছে সেবিকা জানতে চান কীভাবে তাঁকে সাহায্য করবেন। চটপট তখনই ওই বিমানযাত্রী বলেন, বিমানের জানলা খুলে দিন, তিনি নাকি খুলতে পারছেন না। কারন, তিনি গুটখার পিক ফেলবেন। এমন কথা শুনে বিমানসেবিকা হাসি আর ধরে রাখতে পারেননি। ওই যুবকও এমন আবদার করে হেসে ফেলেন। ভিডিও টি দেখুন।
আরও পড়ুন – দৈ’হিক মি’লনের সময় এই ভুলগুলো মহাবিপদ আনতে পারে !
বিমানে থাকা অন্য যাত্রীরাও হেঁসে কাত। সোশ্যাল মিডিয়ায় ভিডিও টি গড়াগড়ি থেতেই নেটিজেনরা মনে করছেন, এমন ভিডিও, নিছক মজা করতেই ওই যাত্রী তৈরি করেছেন। ভিডিও দেখে অনেকেই মত দেন, রিলসের যুগে এখন কী-ই না হয়। আবার কেউ কেউ ভিডিও দেখে বলছেন, যে বন্ধুরা গুটখা পছন্দ করে, তাদের এই ভিডিওতে ট্যাগ করুন।
অন্যদিকে, আরো একটি বিমান ঘটনা সামনে এসেছে, ২৩ জানুয়ারি দিল্লি থেকে হায়দরাবাদের বিমানে কর্মরত মহিলা বিমানকর্মীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে দুই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হল। প্রকাশ্যে এসেছে সেই ঘটনার ভিডিও-ও । বিমান সংস্থা স্পাইসজেটের (SpiceJet) তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ২৩ জানুয়ারি দিল্লি থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিচ্ছিল বিমানটি। এক বয়স্ক যাত্রী দিল্লি বিমানবন্দর থেকে রওনা হওয়ার আগেই এক মহিলা বিমানকর্মীর সঙ্গে বচসায় জড়ান। তাঁর সঙ্গে অভব্য আচরণে যোগ দেন আরও এক যাত্রী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই নিরাপত্তার দায়িত্ব থাকা ব্যক্তিরা ছুটে আসেন। এরপরই নামিয়ে দেওয়া হয় দুই যাত্রীকে। সংস্থার অভিযোগ, কর্মরত মহিলা বিমানকর্মীকে অশালীন ভাবে স্পর্শ করা হয়েছিল। সেই কারণেই এই তাঁদের নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত।
#WATCH | "Unruly & inappropriate" behaviour by a passenger on the Delhi-Hyderabad SpiceJet flight at Delhi airport today
The passenger and & a co-passenger were deboarded and handed over to the security team at the airport pic.twitter.com/H090cPKjWV
— ANI (@ANI) January 23, 2023
আরও পড়ুন – এক কেজি মাছের দাম চল্লিশ হাজার টাকা, আঙ্গুল ফুলে কলা গাছ জেলের