দেশের খবর
উপত্যকায় জঙ্গি দমনে বড় সাফল্য! বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হত লস্কর-ই তৈবার কমান্ডার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের উত্তপ্ত উপত্যকা। সন্ত্রাস বিরোধি অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। নিরাপত্তা রক্ষী ও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারাল পকিস্তানের কুখ্যাত জঙ্গি তথা লস্কর-ই তৈবার কমান্ডার হায়দার।
জানা গিয়েছে, টানা দু’বছর ধরে মোস্ট ওয়ান্টেডের তালিকায় থাকা এই জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। অবশেষে রবিবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার চেয়ান দেবসর এলাকায় নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে প্রাণ হারায় হায়দার নামের কুখ্যাত ওই পাকিস্তানী জঙ্গি।
অভিযোগ, লস্কর-ই তৈবার কুখ্যাত কমান্ডার হায়দার বিগত দুই বছর ধরে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। এর আগেও পুলিশ কয়েকবার তাকে ধরতে সমর্থ হলেও প্রতিবারই পালিয়ে গিয়েছিল সে। যারফলে এদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হায়দারের মৃত্যু বড় সাফল্য বলেই মনে করছে বাহিনী।
আরও পড়ুন: ধর্মশালা বিধানসভার গেটে খলিস্তানী ফ্ল্যাগ! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
রবিবার ভোর থেকেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে চেয়ান দেবসর এলাকায় জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতেই ওই এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী এবং কাশ্মীর পুলিশ। দুই বাহিনীর সদস্যদের যৌথ প্রচেষ্টায় পুরো এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালানো হয়। জঙ্গিদের ঘাঁটি খুঁজে পেতেই শুরু হয় গুলির লড়াই দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আগেই ধরাশায়ী হয়ে পড়ে আরও এক পাকজঙ্গি। পরে নিরাপত্তা বাহিনীর তরফে হায়দারের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: একরত্তিকে কামড়ে দিল ইঁদুর, কাঠগড়ায় সরকারি হাসপাতাল
প্রসঙ্গত, পুলিশ জানিয়েছেন দক্ষিণ কাশ্মীরের অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকায় ছিল হায়দারের নাম। এর আগেও বেশ কিছুবার সে ধরা পড়লে প্রতিবারই পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয় হায়দার। কিন্তু এদিন ভাগ্য সাথ দেয়নি। যারফলে শেষপর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারায় পাক কুখ্যাত এই জঙ্গি। সব মিলিয়ে হায়দারের মৃত্যুতে কাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্য পেল বাহিনী।