দেশের খবর
ধর্মশালা বিধানসভার গেটে খলিস্তানী ফ্ল্যাগ! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিধানসভার গেটে-দেওয়ালে লাগানো রয়েছে খলিস্তানী পতাকা। রবিবার সকালের এই ঘটনায় উত্তেজনা ছড়াল হিমাচল প্রদেশের ধর্মশালার বিধানসভায়। কে বা কারা এই কাজ করল তা এখনও জানা যায়নি।
রবিবারের এই ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কেউ বা কারা গভীর রাতে অথবা ভোরের আলো ফোটার আগে দেওয়ালে ওই পতাকাগুলি টাঙিয়ে দিয়ে গিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।
ধর্মশালার বাইরে খলিস্তানী পতাকা এবং দেওয়ালে গ্রাফিতে লেখা খলিস্তান পন্থী বার্তার বিষয়টি নিশ্চিত করে এবং এই ঘটনার সত্যতা স্বীকার করে ধর্মশালার ডেপুটি কমিশনার নিপুন জিন্দল জানিয়েছেন, কে-কারা এই ধরণের কাজ করল তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করতে রাস্তার CCTV-ফুটেজও খতিয়ে দেখার কথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: জামশেদপুর টাটা স্টিল প্ল্যান্টে বিধ্বংসী আগুন, জখম ৩
এই বিষয়ে তিনি বলেন, ”কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে বিধানসভার বাইরের গেটের দেওয়ালে খলিস্থানী পতাকা এবং দেওয়ালে ‘খলিস্তান জিন্দাবাদ’ এই স্লোগান লিখে গিয়েছে। বিষয়টি নজরে আসতেই পতাকাগুলি সরিয়ে ফেলা হয়েছে এবং মুছে ফেলা হয়েছে খলিস্তানী দেওয়াল লিখন। এছাড়াও ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
धर्मशाला विधानसभा परिसर के गेट पर रात के अंधेरे में खालिस्तान के झंडे लगाने वाली कायरतापूर्ण घटना की मैं निंदा करता हूं।
इस विधानसभा में केवल शीतकालीन सत्र ही होता है इसलिए यहां अधिक सुरक्षा व्यवस्था की आवश्यकता उसी दौरान रहती है।
— Jairam Thakur (@jairamthakurbjp) May 8, 2022
অন্যদিকে বিষয়টি নিয়ে টুইটারে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর তিনি লেখেন, “ধর্মশালা অ্যাসেম্বলি কমপ্লেক্সের গেটে খালিস্তানের পতাকা লাগানোর কাপুরুষোচিত কাজের নিন্দা জানাই। এই বিধানসভায় শুধুমাত্র শীতকালীন অধিবেশন হয়, তাই ওই সময়ে সেখানে আরও নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন। এই ঘটনা ঘটবে। তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আমি সেই সব লোকদের বলতে চাই, সাহস থাকলে রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় বেরিয়ে এসে দেখান।”
আরও পড়ুন: একরত্তিকে কামড়ে দিল ইঁদুর, কাঠগড়ায় সরকারি হাসপাতাল
উল্লেখ্য, শিখ ফর জাস্টিস প্রধান গুরুপতবন্ত সিং পান্নু সিমলায় খলিস্তানী পতাকা উত্তোলনের কথা ঘোষণা করার পরই হিমাচল প্রদেশে মিলল এই পতাকাগুলি। এছাড়াও বেশ কিছুদিন আগে হিমাচলের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছিলেন তিনি। যাতে বলা হয়েছিল যে, সিমলায় ভিন্দ্রানওয়ালা এবং খলিস্তানের একটি পতাকা উত্তোলন করা হবে।