বুস্টার ডোজ নিয়েও মেলেনি রেহাই, করোনা আক্রান্ত বিল গেটস
Connect with us

আন্তর্জাতিক

বুস্টার ডোজ নিয়েও মেলেনি রেহাই, করোনা আক্রান্ত বিল গেটস

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ডবল ভ্যাক্সিনেসন, বুস্টার ডোজেও হচ্ছে না কাজ। এবার করোনা আক্রান্ত হওয়ার সংবাদ দিলেন বিশ্বের বর্তমানে চতুর্থতম ধনকুবের ৬৬ বছর বয়সী বিল গেটস (Bill Gates)।

মঙ্গলবার গভীর রাতে এক টুইট বার্তায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন Microsoft co-founder বিল গেতস। শুধু তাই নয়, করোনামুক্ত না হওয়া পর্যন্ত নিজেকে আইসোলেশনে রাখার কথাও জানিয়েছেন তিনি।

আর পড়ুন: ক্ষুধার আগুনে জ্বলছে লঙ্কা, সেনাকে বিশেষ ক্ষমতা স্বরাষ্ট্রমন্ত্রকের

Advertisement

এদিন টুইট বার্তায় তিনি বলেন, ”আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। শরীরে করোনার সামান্য উপসর্গ রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছি আমি। তবে আপাতত সুস্থই আছি আমি। তেমন কোনও অসুবিধা হচ্ছে না।”

Advertisement

অন্য আরও একটি টুইটে তিনি বলেন, ”আমি করোনার দুটি ভ্যাকসিন সহ বুস্টার ডোজও নিয়ে নিয়েছি। তা সত্ত্বেও করোনা আক্রান্ত হলাম। বর্তমানে চিকিৎসকদের সান্নিধ্যেই রয়েছি।”

ফোবস পত্রিকার বিচারে বর্তমানে বিশ্বের চতুর্থ ধনকুবেরের তালিকায় রয়েছে বিল গেটসের নাম। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১৩৩ বিলয়ন। মার্কিন এই ধনকুবের বিশ্বজুড়ে করোনা সংক্রমণ শুরুর প্রথম থেকেই ভ্যাক্সিনেশনের উপর জোর দিয়েছিলেন। অপেক্ষাকৃত গরিব দেশগুলি যাতে দ্রুত টিকার আওতায় আসতে তার জন্যও উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি।

আর পড়ুন: হঠাৎ যদি রহস্যজনক ভাবে মারা যায় আমি… কেন এমন বললেন টুইটারের মালিক

Advertisement

করোনাকালে বিভিন্ন দেশকে ভ্যাক্সিন দিয়ে সহায়তা করার জন্য গত অক্টোবরে ‘গেটস ফাউন্ডেশন’-এর তরফে বলা হয়েছিল যে, ”নিম্ন আয়ের দেশগুলির জন্য ওষুধ প্রস্তুতকারক মার্কের অ্যান্টিভাইরাল কোভিড -১৯  ওষুধের জেনেরিক সংস্করণগুলিতে অ্যাক্সেস বাড়ানোর জন্য তারা $১২০ মিলিয়ন ব্যয় করবে।”

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.