'সুকান্ত মজুমদার রাজনৈতিকভাবে অশিক্ষিত', তোপ কল্যাণের
Connect with us

রাজনীতি

‘সুকান্ত মজুমদার রাজনৈতিকভাবে অশিক্ষিত’, তোপ কল্যাণের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের গেরুয়া শিবিরকে একহাত নিলেন তৃণমূলের বর্ষীয়াণ সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিক বৈঠকে বাঁকুড়ার BJP সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ করেন তৃণমূলের এই সাংসদ। 

এদিন তিনি বলেন, ”সুকান্ত মজুমদার রাজনৈতিকভাবে এত অশিক্ষিত উনি কিছুই জানেন না। উনি হতে পারেন বিজেপি রাজ্য সভাপতি। একবারের জন্য সাংসদ হয়েছেন দ্বিতীয় বার আর পার্লামেন্টে যেতে হবে না। যতটা যা পারেন মিথ্যে কথা বলতে। জঙ্গলমহল সহ একাধিক জায়গায় শান্তিপূর্ণ পরিস্থিতি রয়েছে তাই ২০২১ এ বিধানসভায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন।”

তিনি বলেন, ”একটা রাজনৈতিক অশিক্ষিত মানুষ যদি নির্বাচন থেকে শিক্ষা নেয় সে যদি আবার দলের সভাপতি হয় আমাদের তো কিছু আর বলার নেই। মারপিট করতে করতে ২০২৪ এর মধ্যে বিজেপি দলটাই উঠে যাবে পশ্চিম বাংলায়।” 

Advertisement

আরও পড়ুন: ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ, বামেদের প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল রাইপুর

CBI  প্রসঙ্গে তৃণমূলের এই সাংসদ বলেন, ” আসল কথা বিজেপি এতটাই অক্ষম যে দলের সংগঠন বাড়াতে পারেনি এই দলটা জনপ্রিয়তা হারিয়েছে। বিজেপি যেটা চেয়েছিল ২০২১ এ সেটা করতে পারেনি। সেই জন্য তারা কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে সিবিআই নিয়ে আসছে ইডি নিয়ে আসছে। এতে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হবে না মমতা বন্দ্যোপাধ্যায়েরও কোনও ক্ষতি করতে পারবেনা।”

আরও পড়ুন: গৃহস্থ বাড়ির পিছনে রাখা ছিল জার ভর্তি বোমা, তারপর যা হল…

Advertisement

তিনি আরও বলেন, ”বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। যতই সিবিআই আসুক যতই ইডি আসুক। এইতো উপনির্বাচনে আসানসোলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হল কোথাও তো কোনও রিগিং ছিল না। ৩ লাখ ৬ হাজার ভোটে হেরে যে দলের শিক্ষা হয় না , সেই দল চিরকাল অশিক্ষিতদের নিয়ে ভর্তি থাকে।”