বল খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ, জখম ৫ শিশু
Connect with us

বাংলার খবর

বল খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ, জখম ৫ শিশু

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  মালদহের বৈষ্ণবনগরে বোমা বিস্ফোরণ। গুরুতর জখম পাঁচ শিশু। খেলার সময় লুকিয়ে রাখা বোমা ফেটে আচমকা বিস্ফোরণ ঘটে। বৈষ্ণবনগরের গোপালনগর এলাকার ঘটনা।

জখম শিশুদের বয়স চার থেকে দশ বছরের মধ্যে। অভিযোগ, ওই এলাকায় জঙ্গলের ধারে বস্তায় বোমা মজুত ছিল বলে জানিয়েছেন অভিভাবকেরা। শিশুরা খেলার সময় আঘাত লেগে  আচমকা একাধিক বোমা ফেটে যায় বলে অনুমান।

রক্তাক্ত অবস্থায় শিশুদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় গোলাপগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। গুরুতর জখম তিন জনকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজে। বাকি দুইজন শিশুর চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। আহত শিশুদের পায়ে, মুখে আঘাত রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। কে বা কারা কি উদ্দেশ্যে বোমা মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: ট্যাংরার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

অন্যদিকে, নাবালক প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কোচবিহারের মাথাভাঙ্গা ১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাগঞ্জ এলাকায়। জানা গিয়েছে,  প্রতিবেশী যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তবে দুজনই নাবালক থাকায় তাদের বিয়ে দিতে রাজি হয়নি পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ, বামেদের প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল রাইপুর

Advertisement

সেই কারণেই এই পরিণতি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিন এলাকায় একটি বাগানের গাছে একই দড়িতেই দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ এসে  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে।