বাংলার খবর
ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ, বামেদের প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল রাইপুর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রবিবার সকাল থেকে উত্তাল হয়ে উঠল Bankura জেলার রাইপুর। বামেদের প্রতিবাদ-বিক্ষোভে ধুন্ধুমার অবস্থা। ব্যারিকেড ভেঙ্গে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাম কর্মী সমর্থকরা।
বাম ছাত্র, যুব মহিলাদের থানায় বিক্ষোভ কর্মসূচীকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাঁকুড়ার রাইপুর। পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা, ধস্তাধস্তি। স্থানীয় এলাকার এক স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের প্রকৃত শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার রাইপুরে। এদিন বিক্ষোভকারীরা জোর করে পুলিশের ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এলাকায় তৈরি হয় ব্যপক উত্তেজনা।
আরও পড়ুন: ব্যবসায় অংশীদারিত্বের সুযোগ নিয়ে মহিলার সঙ্গে চরম সর্বনাশ
জানা গিয়েছে, গত ১০ এপ্রিল রাতেআত্মীয়ের বাড়িতে ঘুমাতে যাওয়ার নাম করে মটগোদা গ্রামের ১৬ বছরের এক কিশোরী আর বাড়িতে ফিরে আসেনি। পরের দিন গ্রাম থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে যাদবনগর এলাকায় তার মৃতদেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ কিশোরীর মৃতদেহের ময়না তদন্ত করায়। কিশোরীর মৃত্যুর সঙ্গে যোগ থাকতে পারে এই অভিযোগে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: বাজারে গিয়ে হাত সবজির দরে হাত পুড়ছে জনতার, পরিস্থিতি খতিয়ে দেখতে ED-এর হানা
এরপর দীর্ঘ সময় কেটে গেলেও ওই ঘটনায় পুলিশ সঠিক তদন্ত করছে না, এই অভিযোগ তুলে রাস্তায় নামে বাম ছাত্র যুব ও মহিলা সংগঠন। ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রবিবার স্থানীয় রাইপুর থানায় বিক্ষোভের ডাক দেয় বাম সংগঠনগুলি। মৃত কিশোরীর মাকে সঙ্গে নিয়ে বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনের কর্মীরা এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্যা দেবলীনা হেমব্রমের নেতৃত্বে রাইপুরের সিপিএম এর দলীয় কার্যালয় থেকে মিছিল করে রাইপুর থানায় যান। থানার সামনে পুলিশের করা ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা রাইপুর থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়ার ওই এলাকা।