মুখ্যমন্ত্রী বদলেও জিততে পারবে না বিজিপি, হুঁশিয়ারি রাজীব বন্দ্যোপাধ্যায়ের
Connect with us

দেশের খবর

মুখ্যমন্ত্রী বদলেও জিততে পারবে না বিজিপি, হুঁশিয়ারি রাজীব বন্দ্যোপাধ্যায়ের

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শনিবার দুপুরে নাটকীয়ভাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন বিপ্লব দেব। যা ত্রিপুরার গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিত আলোড়ন ফেলে দিয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার বাংলার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ করেছেন ত্রিপুরাকে। সংগঠনকে মজবুত করতে বারবার ত্রিপুরায় ছুটে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও। ত্রিপুরায় সংগঠনকে বাড়াতে দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। আগামী বছরই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন রয়েছে। মেয়াদ ফুরনোর দশ মাস আগেই বিপ্লব দেবের পদত্যাগ তৃণমূলের রাস্তা অনেকটাই মসৃণ করে দিল! এই জল্পনায় চলছে রাজনৈতিক মহলে।

বিপ্লব দেবের পদত্যাগে একটা ব্যর্থ এবং অপদার্থ সরকারের অবসান হল বলেই মন্তব্য করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী পরিবর্তন করেও বিজেপি জিততে পারবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেক এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ত্রিপুরায় একটা ব্যর্থ সরকার এতদিন ধরে চলছিল। একটা অপদার্থ, ভ্রষ্টাচারী, ব্যভিচারী, মিথ্যাবাদীর সরকার। সেই সরকার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে, মানুষের জন্য কোনও কাজ এখনও করেনি। মানুষ বুঝতে পারছিল একটা অপদার্থ সরকার ত্রিপুরায় চলছিল। এই বিপ্লব দেবের সরকারের পদত্যাগের দাবিতে আমরা বহুবার সরব হয়েছি। যবে থেকে তৃণমূল ত্রিপুরাতে সংগঠনের জাল বিস্তার করেছে, তখন থেকেই বিজেপি বুঝতে পেরে গগিয়েছিল তারা জনসমর্থন হারাচ্ছে, মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ত্রিপুরা আমার লক্ষ্য, বাংলার মতো ত্রিপুরায় উন্নয়নের কথা বলেছেন, সেই কথাকে সামনে রেখেই ত্রিপুরার মানুষ বিকল্প হিসেবে বেছে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি বুঝতে পেরেছে, তারা দ্রুত জনসমর্থন হারাচ্ছে, সাংগঠনিক ক্ষমতা হারাচ্ছে। প্রতিদিন আমরা গ্রামে গিয়ে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছি। তাই বিজেপি বুঝে গিয়েছে ধস ঠেকাতে কিছু একটা করতে হবে। কিন্তু এতে কোনও ধস ঠেকানো যাবে না। মুখ্যমন্ত্রী পরিবর্তন হোক বা মন্ত্রীসভাই পরিবর্তন হোক, তাতেও জেনে রাখবেন মানুষ স্থির করে নিয়েছে, প্রকৃত বিকল্প তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী নির্বাচনে বিজেপি যত চেষ্টাই করুক না কেন ধুলিস্যাৎ হয়ে যাবে।’

বিপ্লব দেবের পদত্যাগে তৃণমূলের নৈতিক জয় হল, এখনই তা মানতে নারাজ রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘এ দিনের ঘটনায় বোঝা গেল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব দেবের পর কতটা বীতশ্রদ্ধ। তাই এই জয় আমাদের কাছে জয় না। জয় হবে সেদিন, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন চাইছেন সেভাবে যখন ত্রিপুরার সরকার দখল করব। মানুষের জন্য যেদিন কাজ করা শুরু করব, সেদিন আমাদের জয় হবে। তৃণমূল মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করছে এখানে। সবাই আমরা আক্রমণের শিকার হয়েছি। আমাদের অনেক নেতা-নেতৃত্বকে কম কেশ দেওয়া হয়নি। কত অত্যাচার করেছে। এখানে গণতন্ত্র বলে কিছু নেই। ভোট লুট করে। প্রার্থীদের মারে। যত যা-ই করুক কিছু লাভ হবে না। আমরা যেভাবে লড়াই করছি সেই লড়াই জারি থাকবে।’

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.