দেশ চালাতে ব্যর্থ, তাই প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রীকে কী পরামর্শ দিলেন নুসরাত জাহান!
Connect with us

দেশের খবর

দেশ চালাতে ব্যর্থ, তাই প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রীকে কী পরামর্শ দিলেন নুসরাত জাহান!

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  নিজেদের কাজ করতে ব্যর্থ। তাই প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার পরামর্শ দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান। মধ্যপ্রদেশে চোরাশিকারিদের হাতে তিন পুলিশ কর্মী খুনের ঘটনাকে তুলে ধরেই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবেই আক্রমণ করলেন সাংসদ অভিনেত্রী। নুসরত বলেছেন, ‘প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছুটি নেওয়া প্রয়োজন। হলিডেতে চলে যান আপনারা। রাজনীতি এবং প্রশাসনিক জায়গা থেকে অব্যাহতি নিন। প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ। নিজেদের কাজে তাঁরা সম্পূর্ণ ব্যর্থ। এবং এই ব্যর্থতার চরম ফল ভোগ করতে হচ্ছে দেশের জনগণকে।’

প্রসঙ্গত, সম্প্রতি মধ্যপ্রদেশের গুনা এলাকায় চোরাশিকারিদের হাতে খুন হন এক সাব ইন্সপেক্টর, এক হেড কনস্টেবল এবং একজন কনস্টেবল। জানা গিয়েছে, গোপন সূত্রে চোরাশিকারিদের খবর পেয়ে হানা দেন পুলিশকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছতেই তাঁদের ঘিরে ফেলে চোরাশিকারিরা। তারপরই তাঁদের উপর নির্বিচারে গুলি চালাতে থাকে। গুলির লড়াইয়ে তিন পুলিশ আধিকারিকদের মৃত্যু হয়। গোটা ঘটনায় তদন্তদের নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। এই ঘটনাকে তুলেই ধরেই সরব হয়েছেন নুসরত জাহান।

এর আগেও টেলিপ্রম্পটার বিভ্রাট ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একইভাবে আক্রমণ করেছিলেন বসিরহাটের সাংসদ। The Davos Agenda Summit-এ যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বক্তব্য রাখতে রাখতে হঠাৎই থমকে যান প্রধানমন্ত্রী। এরপরই বেশ কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধ করে দেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। পরে জানা যায়, টেলিপ্রম্পটার বিভ্রাটের জন্যই থেমে যেতে হয়েছিল প্রধানমন্ত্রীকে। এরপরই টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করে তৃণমূল সাংসদ নুসরত জাহান সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আদরনীয় প্রধানমন্ত্রী, সময় এসে গিয়েছে। এবার আপনি নেতৃত্ব দেওয়াটা শিখে নিন। ভারত তো আত্মনির্ভর হয়ে যাবে, শুধু আপনি টেলিপ্রম্পটার নির্ভরশীলতা ছাড়ুন।’

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.