আন্তর্জাতিক
বারবার ছুড়ির আঘাত, দুষ্কৃতীদের হাতে প্রহৃত তানজিনিয়ার ভাইরাল যুবক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গানের দুনিয়া হোক কিংবা রিলসের জগৎ তাঁদের ভাইবোন জুটিকে নাচের তালে তালে কোমর নাড়াতে বা সুর মেলাতে দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর। নিশ্চয় বুঝতে পারছেন কোন ভাইবোনের কথা বলছি।
Kili Paul আর তাঁর বোন Lima Paul-এর কথা বলছি। ভারতীয় যেকোনো জনপ্রিয় গানের তালে নেচে নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছেন তানজানিয়ার এই ভাইবোন জুটি। তবে এবার ভয়ঙ্কর এক ঘটনার সম্মুখীন হয়েছেন তাঁরা। দুস্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন কিলি পল। তাঁর হাতে, ঘাড়ে এবং পায়ে ছুড়ি দিয়ে কোপানো হয়েছে। এমনকি লাঠি দিয়েই আঘাত করা হয়েছে তাঁকে। মর্মান্তিক এই ঘটনার খবর এদিন ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছেন তান জিনিয়ার ওই যুবক।
‘আরও পড়ুন: বাড়িতে ভূতের উপদ্রব! রক্ষা পেতে যা করলেন গৃহকর্তা
এদিন Instagram পোস্টে নিজের ছবি দিয়ে কিলি পল লেখেন, ”পাঁচজন দুষ্কৃতী আমার উপর হামলা চালিয়েছিল। তাঁরা কী কারণে এই ধরনের ঘটনা ঘটাল তা জানা নেই। তবে দুষ্কৃতীদের হামলার হাত থেকে বাঁচতে গিয়ে আমার ডান হাতে খুব চোট লেগেছে। আমাকে লাঠি-রড দিয়ে পেটানো হয়েছে।” যদিও এর পাশাপাশি ঈশ্বরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
‘আরও পড়ুন: চাহিদা তুঙ্গে, বাজারে কেন বাড়ছে পাতিলেবুর দাম জানুন…
তিনি আরও বলেন, ”আক্রমণকারী পাঁচজন দুষ্কৃতীর মধ্যে দু’জনকে আমিও ছেড়ে দিইনি। করেছি প্রত্যাঘাত। তবে বেদম প্রহারে আমার সারা শরীর জুড়ে তৈরি হয়েছে ক্ষত আর ব্যথা।” এদিকে চাঞ্চল্যকর এই ঘটনার পিছনে কোনও শত্রুর হাত রয়েছে কি না তা এখনও জানা যায়নি। তবে আপাতত কিলি দ্রুত সুস্থ হয়ে উঠুক সেটাই এখন চাইছেন সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর ভক্ত-অনুরাগীরা।