আন্তর্জাতিক
নৃশংস ঘটনা! একসঙ্গে ২৯টি কুকুরকে হত্যা, প্রতিবাদে তোলপাড় নেটদুনিয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দিন যত যাচ্ছে আধুনিকতার বেড়াজালে আবদ্ধ মানুষ যেন আরও নিষ্টুর হয়ে উঠছে। ফের প্রকাশ্যে এলো একসঙ্গে ২৯’টি অবলা জীবকে (কুকুর) হত্যা করার খবর। যা চাউর হতেই ছিঃ,ছিঃ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, ভারত নয়, পৈশাচিক এই নৃশংস ঘটনাটি ঘটেছে সুদূর কাতারে। সূত্রের খবর, কাতারের অসামরিক এলাকায় একদল মানুষ যারা বন্দুকের সাহায্যে ওই কুকুরগুলিকে হত্যা করেছে। ঘটনায় সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা আততায়ীদের বাধা দিতে এলে তাদের সঙ্গেও ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায়।
একসঙ্গে এতগুলি কুকুরকে হত্যা করার সময় দুষ্কৃতীরা দাবি করেছে যে, কুকুরগুলি তাদের এলাকায় উৎপাত করছে এবং তাদের বাচ্চাদের নাকি কামড় দিয়েছে। আর তার প্রতিশোধ নিতেই এমন কাণ্ড! যা প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছেন সমাজের সব স্তরের মানুষ, পশুপ্রেমীরা।
আরও পড়ুন: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণপশ্চিম চিন, বন্যার বলি ১২
এই বিষয়ে কাতারের স্থানীয় সংবাদ মাধ্যম ‘দোহা নিউজ’ জানিয়েছে, প্রতিটি কুকুরকেই বন্দুকের সাহায্যে গলার কাছে, ঘাড়ে গুলি করে হত্যা করা হয়েছে। এই ধরনের বর্বোরচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমও। আরও জানা গিয়েছে, পৈশাচিক এই ঘটনার কড়া নিন্দা করেছে নেটিজেনরাও। শুধু তাই নয়, কাতারে সাধারণ মানুষের যথেচ্ছ ভাবে বন্দুরের ব্যবহারের উপর সরকারি নিয়ন্ত্রণ থাকা জরুরি বলেও জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় জারি জরুরি অবস্থা, ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন
উল্লেখ্য, কাতারে বন্দুকের মালিক হতে হলে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হয়। সেক্ষেত্রে একজনের বয়স ২১ বছরের বেশি হতে হবে এবং অপরাধমূলক কাজের কোনও রেকর্ডও থাকলে হবে না। অপরদিকে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র রাখার শাস্তির মধ্যে রয়েছে জরিমানা অথবা কারাদণ্ড।