শ্রমেই কর্মের সার্থকতা, মে দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর
Connect with us

আন্তর্জাতিক

শ্রমেই কর্মের সার্থকতা, মে দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘আন্তর্জাতিক শ্রম দিবস’। প্রতি বছর ‘১ মে’ তারিখে এই দিনটি বিশ্ব শ্রমদিবস হিসেবে পালিত হয়ে থাকে সারা পৃথিবীতে। কর্মই যে সবথেকে বড় ধর্ম, কর্মেই যে মুক্তি তাঁর সার বোঝাতে এবং সারা বিশ্বের সমস্ত শ্রমজীবী মানুষদের কাজের প্রতি সম্মান জানাতে বিশেষ এই দিনটি পালন করা হয়।

মে দিবসের উদ্দেশ্যই হল শ্রমিকদের তাঁদের অধিকার সম্পর্কে সচেতন করা। যে কোনও কাজের মূলেই রয়েছে শ্রম। বিশ্বজুড়ে শ্রমিকদের বঞ্চনা ও শোষণের ইতিহাসকে স্মরণ করার দিন এটি। শুধু তাই নয়, শ্রমিকদের অধিকার ও শ্রমের যথোপযুক্ত মর্যাদাকে প্রতিষ্ঠার দিনও হল এই মে দিবস। শ্রম দিবসের উত্স লুকিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯ শতকের শ্রমিক সংগঠনের আন্দোলনে। ১৮৮৯ সালে মার্কসবাদী আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেস একটি বৃহৎ আন্তর্জাতিক বিক্ষোভের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে যাতে শ্রমিকদের দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করতে বাধ্য করা না হয়।

এরপর এটি বার্ষিক দিবসে পরিণত হয় এবং ১ মে দিনটিকে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৪ জুলাই, ১৮৮৯ সালে ইউরোপের সমাজতান্ত্রিক দলগুলির প্রথম আন্তর্জাতিক কংগ্রেসে দিনটির ঘোষণা করা হয় এবং ১ মে, ১৮৯০ সালে তা প্রথম স্বীকৃত হয়।

Advertisement

আরও পড়ুন : মাসের শুরুতেই জ্বালানির দরে ছ্যাঁকা, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

ভারতে প্রথম শ্রম দিবস পালন হয়েছিল ১৯২৩ সালে। চেন্নাইতে হিন্দুস্তান লেবার কিসান পার্টি এই দিনটি প্রথম পালন করে। কমিউনিস্ট নেতা মালয়পুরম সিঙ্গারাভেলু চেত্তিয়ার শ্রমিকদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য ১ মে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার পক্ষে প্রথম সওয়াল করেন। আন্তর্জাতিক শ্রম সংগঠন বা International Labour Organization একটি সংস্থা যা স্বাধীনতা, সমতা, নিরাপত্তা এবং মর্যাদা বজায় রেখে সুন্দর এবং উত্পাদনশীল কর্মসংস্থানের সুযোগকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে। এর প্রধান লক্ষ্যগুলি হল কর্মক্ষেত্রের অধিকারের বিষয়টিকে প্রচার করা, মার্জিত কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধি করা, সামাজিক সুরক্ষা উন্নত করা এবং কর্মক্ষেত্র সম্পর্কিত নানা সমস্যা মোকাবিলায় আলোচনা জোরদার করা। ১৯১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক শ্রম সংগঠন উন্নয়নের জন্য শ্রম শান্তির মূল্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর কাজও করেছে।

আরও পড়ুন : কয়লা সঙ্কটের জের! দেশের এই রাজ্যে বাতিল শতাধিক ট্রেন

মে’দিবস শুধু ভারতেই নয়, কিউবা-চিন সহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পালন করা হয়ে থাকে বিশেষ এই দিনটি। আর এই দিনটি পালনের প্রধান লক্ষ্যই হল, শ্রমিক-শ্রেণির মানুষদের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া, তাঁদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা এবং শোষণের হাত থেকে তাঁদের সুরক্ষিত করা।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.