খেলা-ধূলা
আবারও করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা! ভর্তি হাসপাতালে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেঙ্গল এক্সপ্রেস নিউজ। আবারও করোনা আক্রান্ত হলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য সোমবারই লন্ডন থেকে কলকাতায় ফিরেছেন সৌরভ। ২৪ ঘণ্টা কাটতে কাটতেই বেহালার গঙ্গোপাধ্যায় বাড়িতে আবারও হানা দিল করোনা।
মঙ্গলবার সকালেই নিরূপা গঙ্গোপাধ্যায়কে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সর্দি, কাশির পাশাপাশি তাঁর হালকা জ্বরও রয়েছে। সেই কারণেই তাঁর করোনা পরীক্ষা করা হয়। তাতেই তাঁর কোভিড রিপোর্ট পজেটিভ আসে। তারপরই নিরূপা দেবীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। মাকে ভর্তির সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে নিরূপা গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকায় তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। জোড়া ভ্যাক্সিন নেওয়ার পরও করোনা আক্রান্ত হলেন নিরূপা গঙ্গোপাধ্যায়। গত বছরও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নিরূপা গঙ্গোপাধ্যায়। সেবার অবশ্য হাসপাতালেই তাঁর কোভিড পরীক্ষা করা হয়েছিল। সেখানেই রিপোর্ট পজেটিভ আসে।
গত বছর ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তখন তাঁকেও দিনকয়েক হাসপাতালে কাটাতে হয়েছিল। এমনকী সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এমনকী তাঁর স্ত্রী, সৌরভের ছোটো কাকা তথা সিএবি কোষাধক্ষ্য দেবাশিষ গঙ্গোপাধ্যায়, ভাই শুভ্রদীপ গঙ্গোপাধ্যায়ও করোনা আক্রান্ত হয়েছিলেন। সৌরভ কন্যা সানাও করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন।
এবার সৌরভের মা আবারও করোনায় আক্রান্ত হলেন। তবে বাড়িতে করোনা হানা দিলেও পূর্বনির্ধারিত কোনও সূচি বাতিল করছেন না সৌরভ। জানা গিয়েছে, আইসিসি-এর সভায় যোগ দিতে শুক্রবারই বার্মিংহাম উড়ে যাচ্ছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।