বাংলার খবর
সদ্যোজাত সন্তানকে বিক্রির পরিকল্পনা! হাসপাতাল থেকে ছাড়া পেতেই গ্রেফতার মা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্বাধীনতার ৭৫ বছর পরও অর্থের জন্য সদ্যোজাত সন্তানকে বিক্রি করতে চাইছেন মা! ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। দু’দিন আগেই এক ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন মা। মাতৃত্বের সাধ পেয়ে খুশি ছিলেন মা’ও। কিন্তু সন্তান জন্মানোর পর মায়ের খোঁজ খবর নিতে গিয়েই গরমিল ধরা পড়ল কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল কতৃপক্ষের চোখে। খোঁজখবর নিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে সদ্যোজাত সন্তানকে বিক্রি করার উদ্দেশ্য ছিল ওই মহিলার। গোটা ঘটনা জানতে পেরে হাসপাতালের পক্ষ থেকে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে ওই মহিলাকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ। ধৃত ওই মহিলার নাম মৌমিতা পূজা। তাঁকে কালনা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারপতি ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের নাম ও পরিচয় গোপন রেখেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অন্তঃসত্ত্বা ওই মহিলা। হাসপাতালের রেজিস্টারে সুমিত্রা যাদব নাম লেখান ওই মহিলা। সন্তানের জন্মের সময় তাঁর পরিচয় যাচাই করতে গিয়ে আসল ঘটনা সামনে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে নাম পরিচয় গোপন রেখেই সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই মহিলা। তারপরই হাসপাতাল থানায় খবর দেয়। কালনা থানার পুলিশ এসে আসল সুস্মিতা যাদব নামে ওই মহিলাকে গ্রেফতার করে। পরে সন্তান প্রসবের পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেতেই মেমারীর বাসিন্দা মৌমিতা পূজা নামে ওই মহিলাকেও গ্রেফতার করে পুলিশ।
পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস জানিয়েছেন, মৌমিতা পূজা নিজের নাম গোপন রেখে সুস্মিতা যাদব নামে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হয়েছিলেন। তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। তাঁর নাম ও পরিচয় যাচাই করতে গিয়েই গরমিল চোখে পড়ে হাসপাতালের নার্স ও চিকিৎসকদের। জানা গিয়েছে মৌমিতার আর্থিক অবস্থা ভালো নয়। তাঁর তিন সন্তান রয়েছে। তাই চতুর্থ সন্তানকে প্রতিবেশী সুস্মিতা যাদবকে অর্থের বিনিময়ে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন মৌমিতা। ঘটনা জানাজানি হতেই প্রথমে সুস্মিতাকে গ্রেফতার করে পুলিশ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মৌমিতাকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনা জানাজানি হতেই হাসপাতাল চত্বরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কালনা মহকুমা আদালত মৌমিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। সদ্যোজাত সন্তানকে নিয়ে এখন ১৪ দিন জেলেই কাটাতে হবে অভিযুক্ত মৌমিতাকে।