রাজ্যে আবারও বাড়ল দৈনিক সংক্রমণ, শীর্ষে উত্তর ২৪ পরগনা
Connect with us

বাংলার খবর

রাজ্যে আবারও বাড়ল দৈনিক সংক্রমণ, শীর্ষে উত্তর ২৪ পরগনা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে আবারও বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। রাজ্যে একদিনে আড়াই হাজারের মতো মানুষ আবারও নতুন করে করোনা আক্রান্ত হলেন। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৫ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ২ হাজার ২৪৩ জন। গত সোমবার আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৪৪৯ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২০ লক্ষ ৭৭ হাজার ৫ জন।

সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে গত ২৪ ঘণ্টায় রাজ্যে বেড়েছে পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় রাজ্যে পজিটিভ রেট ছিল ১৫.৪৭ শতাংশ। তবে গত মঙ্গলবার পজিটিভিটি রেট আরও বেশি ছিল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি হয়েছেন চারজন। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ হাজার ২৯৪ জনের। রাজ্যে বর্তমান মৃত্যুর হার ১.০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ১৯ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৭.৬১ শতাংশ।

দৈনিক সংক্রমণে কলকাতাকে টোপকে এখনও শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪৬ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৪২৪ জন।
রাজ্যের পাশাপাশি দেশেও লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫৭ জন। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে চল্লিশ জনের। এই মুহূর্তে দেশে দৈনিক পজিটিভিটি রেট ৪.১৩ শতাংশ। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬৫৪ জন।

Advertisement