বাংলার খবর
রাজ্যে আবারও বাড়ল করোনার দৈনিক সংক্রমণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে আবারও বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্যে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল আড়াই হাজারের কাছে। সেই সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে পজিটিভিটি রেটও। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন হয়েছেন ২ হাজার ৪৮৬ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ২ হাজার ৪৫৫। তবে মৃতের সংখ্যা একই রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি হয়েছেন ৬ জন। রাজ্যে এখনও পর্যন্ত করো নাই আক্রান্ত হয়েছেন মোট ২০ লক্ষ ৭৭ হাজার ৬ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৩০০ জনের।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১২৪ জন। দৈনিক সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশ। বেড়েছে পজিটিভিটি রেট। বুধবার পজিটিভিটি রেট ছিল ১৫.৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৬.২৪ শতাংশে। তবে দৈনিক মৃত্যুর হার ১.০৩ শতাংশ থেকে কমে ১.০২ শতাংশ হয়েছে।
করোনা সংক্রমণে রাজ্যে বুস্টার ডোজের উপর জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৫৭ হাজার ১০৩ জনকে। রাজ্যে এখনও পর্যন্ত করোনার প্রথম ডোজ পেয়েছেন ৭২ কোটি ৭ লাখ ৯৮ হাজার ৬০৭ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৪ কোটি ১ লাখ ২৭ হাজার ৫৯৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৩১১ জনের।