বাংলার খবর
গত ৮ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে শীর্ষে বাংলা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। তৈরি হয়েছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কাও। এর মধ্যেই দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হল। গত এক সপ্তাহে দেশে এক লক্ষেরও বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এবং এই এক সপ্তাহে দেশে করোনার বলি হয়েছেন ৩০০ জনেরও বেশি।
তবে স্বস্তির খবর হল, চার দিন পর দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ২০ হাজারের নিচে নামল। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৫ জন। গত একদিনে দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৬৯ জন। যদিও দৈনিক মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ৫১ জন।
শুধু মৃত্যুর সংখ্যায় নয়, উদ্বেগ বাড়াচ্ছে পজিটিভিটি রেট। ১৬১ দিন পর দেশে পজিটিভিটি রেট ৬ শতাংশ ছাড়িয়ে গেল। বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগের সংখ্যা বেড়েছে ৮১৫। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ৪ জুলাই থেকে ১১ জুলাইয়ের মধ্যে ১ লক্ষ ২০ হাজার মানুষ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ২৩১ জনের। গত ১১ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৮ হাজার মানুষ।
দেশের পাশাপাশি উদ্বেগ বেড়াচ্ছে রাজ্যেরও করোনা পরিস্থিতি। গত ৮ ঘণ্টায় দেশের ২৭ রাজ্যের মধ্যে করোনা সংক্রমণে শীর্ষ রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন। কেরালায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬০৪ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩১৬ জন। মহারাষ্ট্রে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৬ জন। এ ছাড়া কর্নাটকে ৯২২, রাজধানী দিল্লিতে ৪৯৮ এবং উত্তরপ্রদেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫৯ জন।