বাংলার খবর
অব্যাহত করোনার দাপট, জলপাইগুড়িতে অদৃশ্য ব্যাধির বলি ১

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দিন যত যাচ্ছে ততই উদ্বেগ বাড়াচ্ছে কোভিড গ্রাফ। ফের জলপাইগুড়ি শহরতলি এলাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ১ জনের৷
এদিকে নতুন করে জলপাইগুড়ি শহরে শনিবার মোট ২৫ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন বলে পুরসভা সূত্রে খবর৷ আক্রান্তের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে চলতি মাসে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। শহরবাসীকে সচেতন থাকার বার্তা দেওয়া হয়।
চলতি মাসের প্রথম থেকেই জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্ত রোগীর হদিশ পাওয়া যাচ্ছিল। পুর কর্তৃপক্ষ শহরবাসীকে সচেতন করে মাইকিং থেকে শুরু করে একাধিক বার সচেতন করে। কিন্তু তারপরেও শহরবাসীর মধ্যে সচেতনার বালাই ছিল না।
এদিকে নতুন করে করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন পুর কর্তৃপক্ষ। পুরসভার দাবি শহরবাসী সচেতন না হলে কিছু দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যাওয়ার সম্ভবনা হয়েছে।
আরও পড়ুন: ‘৩৪ ইঞ্চি মাস্ট’! পুজোয় আরও কালারফুল মদন মিত্র
অন্যদিকে জেলায় আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে শহরবাসীকে সর্তক থাকার বার্তা দিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্য সরকার নির্দেশ দিলে আক্রান্তদের এলাকা সংক্রমণ রুখতে কনটেনমেন্ট জোন করা হবে।”
আরও পড়ুন: করোনার মাঝেই বাড়ছে কালাজ্বরের প্রকোপ, আক্রান্তদের পাকাবাড়ি-শৌচাগার করে দেবে রাজ্য
এদিকে রাজ্যে অব্যাহত করোনার দাপট। ফের বৃহস্পতিবারের পর শুক্রবারও বাংলায় দৈনিক করোনা সংক্রমণ তিন হাজারের উপর। রাজ্য স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭ জন। যা গতকালের তুলনায় সামান্য বেশি। শুক্রবারও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। যা উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক মহলে।