আগামী সেপ্টেম্বরেই ২২ গজে ব্যাট হাতে মহারাজকীয় প্রত্যাবর্তন সৌরভের!
Connect with us

খেলা-ধূলা

আগামী সেপ্টেম্বরেই ২২ গজে ব্যাট হাতে মহারাজকীয় প্রত্যাবর্তন সৌরভের!

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ক্রিকেটের ২২ গজে আবারও প্রত্যাবর্তন হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের! প্রশাসকের দায়িত্ব ছেড়ে আবারও প্যাড, গ্লাভস পরে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যেতে পারে বিসিসিআই সভাপতিকে। লিজেন্ডস ক্রিকেট লিগের দ্বিতীয় মরশুমে আবারও খেলতে দেখা যেতে পারে সৌরভকে।

লিজেন্ডস ক্রিকেট লিগের প্রথম মরশুম যথেষ্ট জনপ্রিয় হওয়ায় আগামী সেপ্টেম্বরে আবারও বসতে চলেছে এই টুর্নামেন্টে। তবে শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়ই নন, এবারের লিজেন্ডস ক্রিকেট লিগে আরও অনেক প্রাক্তন ক্রিকেট তারকাকেও খেলতে দেখা যাবে। ইতিমধ্যেই এই লিগে খেলার জন্য সবুজ সংকেত দিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ, হরভজন সিং, মুথাইয়া মুরলিধরন, ইরফান পাঠান, শেন ওয়াটসন, ম্যাট প্রায়র এবং রমেশ কালুভিথারানাকেও।

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর সৌরভ গঙ্গোপাধ্যায়কে আর ২২ গজে সেইভাবে দেখতে পাওয়া যায়নি। ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের প্রদর্শনী সিরিজে শচীন ব্লাস্টার্সের হয়ে তাঁকে খেলতে দেখা গিয়েছিল। এছাড়াও রোড সেফটি সিরিজ এবং অন্য লিগে খেলতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

যদিও এবারের লিজেন্ডস ক্রিকেট লিগে সৌরভ খেলবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। শোনা যাচ্ছে খেলবেন না বলেই জানিয়েছেন। কারণ, গত বছরই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার জন্য তাঁকে দু’বার হাসপাতালে ভর্তি হতেও হয়েছিল। অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয়েছিল। তবে গত বছর বোর্ডের ৯০তম বার্ষিক সাধারণ সভার আগে ইডেনে প্রেসিডেন্ট একাদশ বনাম সচিব একাদশের যে ম্যাচ হয়েছিল, তাতে প্রেসিডেন্ট একাদশের অধিনায়ক ছিলেন সৌরভ। তাঁর দল মাত্র ১ রানে জয় শাহের সচিব একাদশের বিরুদ্ধে হেরে যায়। তাই আরও একবার সৌরভকে ব্যাট হাতে মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছে রাজ্য তথা দেশ-বিদেশের ক্রিকেট ভক্তরা।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.