রামমন্দিরের আদলে এবার ধূপগুড়িতে দুর্গামণ্ডপ
Connect with us

বাংলার খবর

রামমন্দিরের আদলে এবার ধূপগুড়িতে দুর্গামণ্ডপ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজঃ দুর্গাপূজায় ধূপগুড়িতে এবার রামমন্দির দেখবে দর্শনার্থীরা। চমক থাকবে আলোকসজ্জ্বা ও প্রতিমাতেও। কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ । আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের এখনো অনেক দেরি রয়েছে। যেহেতু গত দু’বছর করোনার কারণে কোথাও বিগ বাজেটের দুর্গাপূজা হয়নি বা সেভাবে আনন্দ করা সম্ভব হয়নি। তাই এবার করোনার আতঙ্ক কাটতেই দুর্গা পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে বড় বড় ক্লাবগুলি।

উত্তরবঙ্গের যেসব জায়গায় বিগ বাজেটের দুর্গা পূজার আয়োজন করা হয় তার অন্যতম হল ধূপগুড়ি। আর ধূপগুড়ির উত্তরায়ণ কালচারাল ও অ্যাথলেটিক ক্লাব দুর্গাপূজোয় একটি পরিচিত নাম। এবার এই ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ। আর এই সুবর্ণ জয়ন্তী বর্ষে রাম মন্দিরের আদলে জোরকদমে চলছে পুজো মণ্ডপ। গত ৮ ই জুলাই পূর্ণ তিথিতে দুর্গাপুজোর খুঁটি পুজো সেরে নেয় উত্তরায়ণ কালচারাল ও অ্যাথলেটিক্স ক্লাব। খুঁটি পূজা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রীতিমত ৫০ টি ঢাক নিয়ে ও একটি মডেল রাম মন্দির নিয়ে গোটা ধূপগুড়ি শহর সেই শোভাযাত্রাটি পরিক্রমা করে।

ক্লাবের সদস্যদের মতে, রামমন্দিরের আদলে পূজো মন্ডপ বানিয়ে এবার তাক লাগাবে উত্তরায়ণ কালচারাল অ্যাথলেটিক্স ক্লাব। মহালয়ার পরের দিন পূজা মন্ডপের উদ্বোধন করা হবে বলে জানা গেছে। এছাড়াও পূজোর কয়েকদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দুঃস্থদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে মেধাবী ছাত্রদের সংবর্ধনা জানানো হবে।

Advertisement