খেলা-ধূলা
সঞ্জীব গোয়েঙ্কার লখনউয়ে রাহুল! আহমেদাবাদে হার্দিক, শুভমন, রশিদ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসেই। তবে দেশের উদ্বেগজনক করোনা পরিস্থিতির মধ্যে নিলাম হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু তার আগেই নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিল এবারের আইপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজি লখনউ এবং আহমেদাবাদ।
সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লখনউ নিল কেএল রাহুল, মার্কাস স্টইনিস এবং রবি বিষ্ণোইকে। লখনউয়ের অধিনায়ক যে রাহুল হচ্ছেন, তাতে কোনও সন্দেহ নেই। ১৫ কোটি টাকা দিয়ে রাহুলকে দলে নিয়েছে গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। ২০১৮ সাল থেকে পঞ্জাব কিংসের হয়ে যথেষ্ট ধারাবাহিক রাহুল। গত দুই মরসুম দলের অধিনায়কও ছিলেন তিনি। পঞ্জাবের হয়ে খেলা স্পিনার রবি বিষ্ণোইকেও ৪ কোটি টাকার বিনিময়ে নিয়েছে লখনউ।
এবং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার স্টইনিসকে ১১ কোটি টাকার বিনিময়ে নেওয়া হয়েছে। গতবছর পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন স্টইনিস। অন্যদিকে, আহমেদাবাদও তিন তারকা ক্রিকেটারকে সই করিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স থেকে হার্দিক পান্ডিয়া, কলকাতা নাইট রাইডার্সের ওপেনার শুভমন গিল এবং সানরাইজার্স হায়দরাবাদের আফগান স্পিনার রশিদ খানকে দলে নিয়েছে তারা।