দেশের খবর
বাংলাদেশের অভিনেত্রীর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাংলাদেশের অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার। বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ ছিলেন শিমু। ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে তাঁর দেহটি উদ্ধার হয়।
অভিনেত্রীর দেহ টুকরো করে দু’টি বস্তায় ভরে রাস্তায় ফেলে রাখা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। দেহটির গলায় আঘাতের চিহ্ন মিলেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, গত রবিবার সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন শিমু। তাঁর স্বামী সাখাওয়াত আলি নোবেল ওই দিন রাতে কলাবাগান থানায় জিডি করেন। এরপর থেকে শিমুর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার শিমুর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়।