আইপিএল শুরুর আগেই নাইট শিবিরে বড় ধাক্কা! প্রথম পাঁচ ম্যাচে নেই দুই বিদেশি তারকা
Connect with us

খেলা-ধূলা

আইপিএল শুরুর আগেই নাইট শিবিরে বড় ধাক্কা! প্রথম পাঁচ ম্যাচে নেই দুই বিদেশি তারকা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  আগামী ২৬ তারিখ ওয়াংখেড়েতে আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস-এর মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তার তিন দিন আগেই বড় দুঃসংবাদ শোনালেন কেকেআর-এর মেন্টর ডেভিড হাসি। আইপিএলের প্রথম পাঁচ ম্যাচে দলের দুই অজি তারকা প্যাট কামিন্স এবং অ্যারন ফিঞ্চকে ছাড়াই নামতে হবে নাইটদের। এই মুহূর্তে পাকিস্তান সফরে রয়েছে অস্ট্রেলিয়া দল। আর সেই সফরে অজি দলে রয়েছেন কামিন্স ও ফিঞ্চ। সূচি অনুযায়ী আগামী ৫ এপ্রিল পাক সফর শেষ হবে অস্ট্রেলিয়ার। সেখান থেকেই সরাসরি নাইট শিবিরে যোগ দেবেন এই দুই অজি তারকা। তবে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম মেনে ওই দুই ক্রিকেটারকে আরও কিছুদিন থাকতে হবে আইসোলেশনে। তারপরই নাইটদের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে পারবেন ফিঞ্চ এবং কামিন্স।

তাঁদের মাঠে নামার আগেই কেকেআরের পাঁচটি ম্যাচ খেলা হয়ে যাবে। ফলে ২৬ মার্চ চেন্নাই সুপার কিংস, ৩০ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পয়লা এপ্রিল পঞ্জাব কিংস, ৬ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স এবং ১০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই দুই ক্রিকেটারকে ছাড়াই নামতে হবে নাইট বাহিনীকে। এই দুই ক্রিকেটার না থাকায় প্রথম পাঁচ ম্যাচে বড় সমস্যার মুখে পড়বে নাইটরা। কারণ কামিন্স ছাড়া নাইট শিবিরে সেই রকম কোনও ভালো মানের বিদেশি পেশার নেই।

আরও পড়ুন: আড়াই দিনেই গোলাপি টেস্টে লঙ্কাবধ করে সিরিজ জিতল ভারত

Advertisement

সেক্ষেত্রে টিম সাউদি বা শ্রীলঙ্কার চামিকা করুনারত্নের ওপরই ভরসা করতে হবে ব্রেন্ডন ম্যা’কালামকে। ফিঞ্চ না থাকায় স্যাম বিলিংস বা অজিঙ্কা রাহানে আসতে পারেন ওপেনিংয়ে। সে ক্ষেত্রে প্রথম একাদশে ঢুকে পড়তে পারেন আফগান ক্রিকেটার মহম্মদ নবি।

আরও পড়ুন: বিশ্বকাপে নয়া নজির গড়লেন ভারতের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী, জিতল ভারত

প্রথম পাঁচ ম্যাচে কামিন্স এবং ফিঞ্চকে না পাওয়ার কথা ঘোষণা করতে গিয়ে এদিন ডেভিড হাসি বলেছেন, ‘আমরা সব সময় আমাদের সেরা ক্রিকেটারদের নিয়েই মাঠে নামতে চাই। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া সূচির কথা সকলকেই মাথায় রাখতে হয়। প্রত্যেক ক্রিকেটারই তার দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে চায়। সে ক্ষেত্রে তাদের একটা দায় বদ্ধতা রয়েছে। তাই আমাদের প্রথম পাঁচ ম্যাচে প্যাট কামিন্স এবং অ্যারন ফিঞ্চ খেলতে পারবে না। এটা সত্যিই আমাদের কাছে খুবই চিন্তার বিষয়। তবে ওরা যেহেতু ক্রিকেটের মধ্যেই থাকবে তাই ওরা ম্যাচ ফিট থাকবে।’

Advertisement