খেলা-ধূলা
১২.২৫ কোটিতে কেকেআর-এ শ্রেয়স! ৭.২৫ কোটিতে পুরনো দলে প্যাট কামিন্স, অধিনায়ক নিয়ে বাড়ছে জল্পনা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঢাক ঢোল পিটিয়ে আইপিএল-এর নিলাম চলছে। প্রত্যেক দল নিজেদের পছন্দমত প্লেয়ার কেনার জন্য ঝাঁপিয়েছে। কলকাতা নাইট রাইডার্স তাদের পছন্দমত প্লেয়ার কেনার চেষ্টা করেছিল। কলকাতা নাইট রাইডার্সের পক্ষে নিলামে উপস্থিত ছিলেন কেকেআর-এর ম্যনেজিং ডিরেক্টর বেঙ্কি মাইসোর।
কিন্তু প্লেয়ার কেনার ধরন নিয়ে বাড়ছে জল্পনা। তাহলে কলকাতা নাইট রাইটার্সের পরবর্তী অধিনায়ক কে হবেন! গত বারের দুই অধিনায়ক ইয়ন মরগ্যান এবং দীনেশ কার্তিককে ছেড়ে দিয়েছে দল। এছাড়াও দলের গুরত্বপূর্ণ সদস্য শুভমান গিলকে কিনে নিয়েছে গুজরাত টাইটানস। এখানেই উঠছে প্রশ্ন। তাহলে দলের পরবর্তী অধিনায়ক কে হবেন। শনিবারের নিলাম থেকে নাইটরা এখনও পর্যন্ত কিনেছে শ্রেয়স আইয়ার এবং প্যাট কামিন্সকে। শ্রেয়স আইয়ারকে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছে। দু’কোটিতে শুরু হয়েছিল নিলাম। তার পরই দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়কের দাম চরল হু হু করে। শুরুতে লড়াই ছিল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। পরে সেই লড়াইয়ে যোগ দিল গুজরাত টাইটানস। তবে শেষ হাসি হাসল কলকাতা। এছাড়া প্যাট কমিন্সকে ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছে নাইটরা।
২০২০ সাল থেকেই কেকেআর-এ রয়েছেন অজি পেসার। শনিবার প্রথম থেকেই তাঁর জন্য বিড করা শুরু করে কলকাতা। তাদের সঙ্গে পাল্লা দেয় গুজরাত টাইটানস ও লখনউ সুপার জায়ান্টস। কিন্তু একটা সময়ের পরে আর দৌড়ে থাকতে পারেনি তারা। শেষ পর্যন্ত আবারও কামিন্সকে তুলে নেয় নাইটরা। শ্রেয়স আইয়ার অতীতে দিল্লি ক্যপিটালস দলের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া প্যাট কমিন্স অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দিয়ে সদ্য দলকে অ্যাসেজ জিতিয়েছেন। সুতরাং, অনুমান করা হচ্ছে এই দু’জনের মধ্যে কেউ অধিনায়ক হতে পারেন। যদিও এই বিষয়ে কিছু বলতে নারাজ কেকেআর-এর ম্যানেজিং ডিরেক্টর বেঙ্কি মাইসোর। তিনি জানিয়েছেন এই বিষয়ে দলের ম্যানেজিং কমিটি পরে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।