খেলা-ধূলা
এই বছরের আইপিএলের ভেন্যু জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার কারণে গত কয়েক বছর ধরেই আইপিএল পাড়ি দিয়েছে ইউএই-তে। এই বছরের আইপিএল দেশে হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তাঁদের জন্য আশার খবর শোনালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সবকিছু ঠিক থাকলে এই বছরের আইপিএল দেশের মাটিতেই হতে চলেছে বলে বৃহস্পতিবার জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি। করোনা এবং ওমিক্রন দেশে এখনও দাপট দেখালেও গত কয়েকদিন ধরেই সংক্রমণের সংখ্যা কমতে শুরু করেছে। আর তাতেই দেশের মাটিতে আইপিএল ফিরে আসার সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে। বোর্ড সূত্রে খবর, আইপিএলের লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে মুম্বই এবং পুনেতে। তবে নকআউট পর্যায় ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন সৌরভ। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘পরিস্থিতি ঠিক থাকলে এই বছরের আইপিএল ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। লিগ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রে। মুম্বই এবং পুনেতে সেই ম্যাচ হবে। তবে নকআউট পর্বের ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। সেই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
‘ লিগ পর্বের ম্যাচগুলোর জন্য মুম্বই এবং পুনেকে বেছে নেওয়ার পিছনে যথেষ্ট যুক্তিসংগত কারণ রয়েছে। মুম্বই এবং পুনের মধ্যে দূরত্ব খুব একটা বেশি নয়। সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় সমস্ত দল যাতায়াত করতে পারবে। তাছাড়া মুম্বইয়ে রয়েছে তিনটি মাঠ। ব্রাবোর্ন স্টেডিয়াম, ওয়াংখেড়ে এবং নবি মুম্বইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়াম। এই সুবিধা দেশের আর অন্য কোনও জায়গায় নেই। সেই কারণেই এই করোনা পরিস্থিতিতে আসন্ন আইপিএলের লিগ পর্বের ম্যাচগুলোর জন্য মুম্বই এবং পুনেকেই বোর্ড বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে। তাছাড়া গত কয়েক দিন ধরেই মুম্বই সহ গোটা মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, মার্চ মাসের শেষের দিকেই শুরু হতে পারে এবারের আইপিএল। তার আগে ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে রয়েছে আইপিএলের নিলাম।