খেলা-ধূলা
২৪-২৫ মে ইডেনের ভরা গ্যালারিতেই আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে জল্পনার অবসান। কলকাতার ইডেন গার্ডেন্সে হবে চলতি আইপিএল-এর প্লে-অফের দু’টি ম্যাচ। ইডেনে প্লে-অফের দু’টি ম্যাচ যে আসতে চলেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল।
এবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন চলতি বছরের আইপিএলের প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচটি হবে ক্রিকেটের নন্দনকাননেই। লিগ পর্বের ম্যাচ শেষ হচ্ছে ২২ মে। ইডেনে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ মে। এবং ২৫ মে হবে এলিমিনেটর ম্যাচটি।
২৭ মে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৯ মে ১৫ তম আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। শুধু তাই নয়, প্লে-অফ এবং ফাইনালে ১০০ শতাংশ দর্শক গ্যালারিতে উপস্থিত থাকবেন বলেও জানিয়ে দিয়েছেন বিসিসিআই সভাপতি। করোনার কারণে এবারের আইপিএলের লিগ পর্বের সমস্ত ম্যাচই সীমিত দর্শক নিয়ে অনুষ্ঠিত হচ্ছে মহারাষ্ট্রের ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন, ডিওআই পাতিল এবং পুনেতে। তারমধ্যে মুম্বইতে ৫৫ টি এবং পুনেতে অনুষ্ঠিত হবে ১৫ টি ম্যাচ।
আরও পড়ুন: জীবনের ২২ গজেও হাফসেঞ্চুরি ক্রিকেট ঈশ্বরের, আজও শচীনের বিকল্প খুঁজে চলেছে বিশ্ব
পাশাপাশি, উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জার্স সিরিজের দিনক্ষণও ঘোষণা করেছে বোর্ড। আগামী ২৪ থেকে ২৮ মে লখনৌয়ের আকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জার্স সিরিজ। তিনটি দল খেলবে এই সিরিজে। পাশাপাশি, বোর্ডের পক্ষ থেকে আইপিএলের পর ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচিও ঘোষণা করা হয়েছে। আগামী ৯ থেকে ১৯ জুন অনুষ্ঠিত হবে এই টি-টোয়েন্টি সিরিজ।
আরও পড়ুন: রাসেল ধামাকাতেও জয় অধরা নাইটদের, প্লেঅফ থেকে ক্রমশ দূরে সরছে শ্রেয়সরা
৯ জুন প্রথম ম্যাচ দিল্লিতে, দ্বিতীয় ম্যাচ ১২ জুন কটকে, তৃতীয় ম্যাচ ১৪ জুন বিশাখাপত্তনমে, চতুর্থ ম্যাচ ১৭ জুন রাজকোটে এবং পঞ্চম তথা শেষ ম্যাচ ১৯ জুন বেঙ্গালুরুতে। পূর্ব সূচি অনুযায়ী ৯ জুনের প্রথম ম্যাচটি চেন্নাইয়ে এবং ১৪ জুনের তৃতীয় ম্যাচটি নাগপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই দু’টি ভেন্যুকে পরিবর্তন করে নতুন সূচি প্রকাশ করল বিসিসিআই।