বাংলার খবর
বন্ধ সিনেমা হলে ভয়াবহ আগুন! নিয়ন্ত্রণে আনল দমকলের পাঁচটি ইঞ্জিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের ভয়াবহ আগুন কলকাতার বুকে। এবার আগুন লাগল একটি বন্ধ সিনেমা হলে। মল্লিক বাজারের পার্ক শো হাউস দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। মঙ্গলবার দুপুর আড়াটে নাগাদ আচমকাই আগুন লাগে ওই প্রেক্ষাগৃহে। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্কের পরিবেষ তৈরি হয়। এই সিনেমা হলের পাশেই ছিল ঝুপড়ি এবং হসপিটাল। ফলে সারা এলাকা জুরে আতঙ্কের পরিবেষ তৈরি হয়। স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা শুরু করে কিন্তু নিয়ন্ত্রণ করতে না পেরে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ছুটে আসে দমকলের ৫ টি ইঞ্জিন।
দমকলের চেষ্টায় প্রায় ৩.৫০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ওই সিনেমাহলের ভেতরের সমস্ত জিনিস পুড়ে গিয়েছে। দমকল আধিকারিক ও স্থানীয়দের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, দীর্ঘদিন বন্ধ থাকা সিনেমাহলে আগুন লাগল কী করে! ঘটনার তদন্ত শুরু হয়েছে।