সাইবার নিরাপত্তায় জোর, নয়া ঘোষণা RBI-এর
Connect with us

দেশের খবর

সাইবার নিরাপত্তায় জোর, নয়া ঘোষণা RBI-এর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ডিজিটাল জালিয়াতি রুখতে এবার বিশেষ উদ্যোগ নিল রিজার্ভ ব্যাঙ্ক। এবার থেকে এটিএম কার্ড ছাড়াই এটিএম থেকে তোলা যাবে টাকা। অতিমারির সময়ে বেশিরভাগ গ্রাহকদের ব্যাঙ্কে যাওয়া নিয়ে অনীহা তৈরি হয়েছে। আবার এদিকে, ডিজিটাল মাধ্যমেও জালিয়াতি বেড়ে যাওয়ায় লেনদেন করতে গিয়ে সংশয়ে ভুগছেন অনেকেই। এবার গ্রাহকদের নিরাপত্তার জন্য উদ্যোগ নিল RBI।

শুক্রবার RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, এবার থেকে ATM কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার সুবিধা এবার সব ব্যাঙ্কের ক্ষেত্রেই খুলে দেওয়া হবে। এর জন্য ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস ব্যবস্থা ব্যবহার করা হবে। যারফলে কার্ডে প্রতারণার ঘটনা কমবে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তা নিয়ে কটাক্ষও করেছে বিরোধি কংগ্রেস। চলতি অর্থবর্ষে শীর্ষ ব্যাঙ্ক আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছেঁটেছে। মূল্যবৃদ্ধি নিয়ে আশঙ্কার কথা বলা হয়েছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সূরজেওয়ালা টুইট করে বলেন, ”কার্ড ছাড়া ইউপিআই-এর মাধ্যমে টাকা তোলার সিদ্ধান্ত প্রযুক্তিগত দিক থেকে ভাল। কিন্তু কম বৃদ্ধি ও চড়া মূল্যবৃদ্ধির যুগে সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা থাকবে, তা আরবিআই আশা করে কী করে?” অর্থমন্ত্রী ও রিজার্ভ ব্যাঙ্কের তরফে এর কোনও উত্তর দেওয়া হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Advertisement

আরও পড়ুন: ২৬/১১ মুম্বই হামলা, হাফিজ সইদ তালহাকে ‘জঙ্গি’ ঘোষণা কেন্দ্রীয় সরকারের

প্রসঙ্গত, ATM থেকে টাকা তুলতে এখন সাধারণত দরকার হয় ডেবিট বা ক্রেডিট কার্ডের। এর জেরে কার্ড স্কিমিং, কার্ড ক্লোনিং-এর মাধ্যমে প্রতারণার সম্ভাবনা থেকেই যায়। এর জেরে কার্ডের নানান তথ্য সহজেই হাতিয়ে নিতে পারে হ্যাকাররা।

এই ব্যাপারে গর্ভনর শক্তিকান্ত দাস জানান, নতুন ব্যবস্থায় টাকা তোলার সময়ে কার্ড ব্যবহার করা হবে না। ফলে এই ধরনের জালিয়াতির সুযোগ কমবে। এ নিয়ে ইউপিআই ব্যবস্থার পরিচালন কর্তৃপক্ষ এনপিসিআই, সব ব্যাঙ্ক এবং এটিএম সংস্থাগুলির কাছে নিয়মাবলি পাঠানো হবে।

Advertisement

নতুন এই ব্যবস্থার জন্য নির্দিষ্ট ব্যাঙ্কগুলিতে অ্যাপ বা ওয়েবসাইটে নথিভুক্ত করতে হয়। সেখান থেকে আর্জি জানালে আসে একটি পিন। সেই পিন দিয়ে এটিএম থেকে টাকা তোলা যায়। ইউপিআই ব্যবস্থায় মোবাইলে যে পিন আসে, তা এটিএমে ব্যবহার করলে টাকা তোলা যায়। এর ফলে সুরক্ষা অনেক বেশি।

আরও পড়ুন: মুকুটে নয়া পালক, বিশ্বের সেরা কলেজের তালিকায় খড়গপুর আইআইটি

ইউবিআই-এর প্রাক্তন সিএমডি ভাস্কর সেন বলেন, ”নিরাপত্তার নিরিখে এটি অবশ্যই ভালো পদক্ষেপ। একবার ভাল করে বুঝে নিতে পারলে প্রক্রিয়া আসলে খুবই সহজ। এরফলে ব্যাঙ্কিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে”।

Advertisement