দেশের খবর
শেয়ার বাজারে ধস! ডলার প্রতি হু-হু করে পড়ল টাকার দাম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অতিমারির রেশ কিছুটা অতীত হলেও বাজারের মন্দা যেন কিছুতেই কমছে। করোনা আবহে টানা বিধিনিষেধের জেরে থমকে গিয়েছিল অর্থনীতির চাকা। সেই পরিস্থিতি কিছুটা কাটিয়ে সবেমাত্র স্বাভাবিক হতে শুরু করেছিল সবকিছু। তারমধ্যেই শেয়ার বাজারে বড় পতন। মাসের শুরুতেই এবার হু-হু করে পড়তে শুরু করল টাকার দাম।
গত শুক্রবার বাজার বন্ধ হওয়ার আগে ডলার প্রতি টাকার দাম ছিল ভারতীয় মুদ্রায় ৭৭ টাকা ৫ পয়সা। এদিন ফের বাজার খুলতে টাকার দাম ডলার প্রতি নেমে দাঁড়াল ৭৭ টাকা ৪২ পয়সা। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটের হার বাড়াতেই ধস নেমেছিল শেয়ার বাজারে। সেই রেশ কাটতে না কাটতে এবার টাকার দামের রেকর্ড পতন হল।
ক্রমাগত জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সহ শেয়ার বাজারের এই হাল নিয়ে বাজার বিশেষজ্ঞদের মতে করোনার কারণে টানা দু’বছরের দফায় দফায় লকডাউন সহ সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি শেয়ার বাজারে এভবাএ ধস নামানোর জন্য অনেকাংশে দায়ি।
এদিন সকালে শেয়ার বাজার (Stock Market) খুলতেই সেনসেক্স ৮০০ পয়েন্ট পড়েছে। নিফটি ছিল ১৬,২০০ পয়েন্টের আশপাশে।
আরও পড়ুন:প্রয়াত পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুনীলকান্তি রায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
আর্থিক বিশেষজ্ঞদের মতে, এ বছর ভারতীয় বাজার থেকে বিদেশি লগ্নিকারীরা ইতিমধ্যে ১৭.৭ বিলিয়ন ডলার তুলে নিয়েছে। যাও একটা রেকর্ড। সেই সঙ্গে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, পেট্রো পণ্য তথা কাঁচা তেলের দাম বাড়া, যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি বিষয় টাকার অবমূল্যায়নের বড় কারণ। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়িয়েও তা আটকাতে পারেনি।অনেকের মতে, এই অবমুল্যায়ন হয়তো এখানেই থামবে না। তা অচিরে পৌঁছে যেতে পারে কমবেশি ৮০ টাকায়।
উল্লেখ্য, প্রায় চার বছর পর ফের বেড়েছে রেপো রেট। ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে বর্তমানে রেপো রেট হল ৪.৪০ শতাংশ। গত এপ্রিল মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছেন আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস।
আরও পড়ুন: বাড়ল রেপো রেট, পতন সেনসেক্সে, বাড়বে গৃহ ও গাড়ি ঋণের সুদ
ক্যাশ রিজার্ভ রেশিও ৫০ পয়েন্ট বাড়ানোয় ক্যাশ রিজার্ভ রেশিও বেড়ে দাঁড়িয়েছে ৪.৫ শতাংশ। তবে, ক্যাশ রিজার্ভ রেশিওর নতুন হার কার্যকর হবে আগামী ২১ মে থেকে। গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে অর্থনৈতিক নীতি নির্ধারণ কমিটির ছয় সদস্যের সভার পরই রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।