দেশের খবর
ফের মহার্ঘ হচ্ছে সুদের হার, রেপো রেট বৃদ্ধি করল RBI

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাত্র ৩৬ দিনের মাথায় সাধারণের পকেটে ফের কোপ পড়ল। গত মে মাসের পর চলতি জুন মাসে ফের রেপো রেট বাড়াল RBI।
আরবিআই সূত্রে খবর, একধাক্কায় রেপো রেট বৃদ্ধি হয়েছে ৫০ শতাংশ। বেসিস পয়েন্টের ভিত্তিতে এই রেপো রেট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন RBI-এর গর্ভনর শক্তিকান্ত দাস। যারফলে এই রেট বেড়ে হল ৪.৯০ শতাংশ। নতুন করে রেপো রেট বেড়ে যাওয়ায় সুদের হার বাড়বে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: দেশে স্বস্তি মিললেও মহারাষ্ট্রে ঊর্ধ্বমুখী করোনা
দু’দফায় মোট ৯০ বেসিস পয়েন্টে বাড়ল রেপো রেট। এর আগে গত ৪ মে রেপো রেট বেড়েছিল ৪০ বেসিস পয়েন্টে। চলতি মাসে নতুন করে পরপর দু’দফায় রেপো রেট বেড়ে যাওয়ায় গাড়ি-বাড়িতে সুদের হার বাড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Varanasi Blast: সঙ্কটমোচন মন্দিরে ধারাবাহিক বিস্ফোরণ, ওয়ালিউল্লাহরকে ফাঁসির নির্দেশ
এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কে EMI-তে সুদের হার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরফলে সরাসরি কোপ পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে। বুধবার রেপো রেট বৃদ্ধি নিয়ে RBI-এর মানিটারি পলিসি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।