ডিসিপি'র গাড়িতে সজোরে ধাক্কা, গ্রেফতার Paytm কর্ণধার
Connect with us

দেশের খবর

ডিসিপি’র গাড়িতে সজোরে ধাক্কা, গ্রেফতার Paytm কর্ণধার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সময়টা মোটেও ভালো যাচ্ছে না Paytm-এর কর্ণধার বিজয় শর্মার। ডিসিপি-র গাড়িতে ধাক্কা দেওয়ায় গত ২২ ফেব্রুয়ারি গ্রেফতার হন অনলাইন পেমেন্ট সংস্থার মালিক বিজয় শর্মা (Vijay Sharma)। যদিও পরে জামিনে ছাড়া পেয়ে যান তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে নিজের (Jaguar Land Rover car) জাগুয়ার ল্যান্ড রোভার গাড়িটি চালাচ্ছিলেন বিজয় শর্মা। সেই সময় দক্ষিণ দিল্লির মাদার ইন্টারন্যাশনাল স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা ডিসিপি’র গাড়িতে ধাক্কা মারে জাগুয়ার ল্যান্ড রোভার। সেই সময় গাড়িতে ডিসিপি মেরি জইকারেরা না থাকলেও তখন গাড়িটি চালাচ্ছিলেন ওই পুলিশ কমিশনারের ড্রাইভার দীপক কুমার। তিনিই অভিযুক্ত গাড়ির নম্বরটি নোট করে গোটা বিষয়টি ডিসিপি-কে জানান।

আরও পড়ুন: ইউক্রেনীয়দের জন্য বড় ঘোষণা বরিস প্রশাসনের, শরণার্থীদের টাকা দেবে ব্রিটেন

Advertisement

এরপরই ওই গাড়ির নম্বরের সূত্র ধরে মালিকের খোঁজ করতে শুরু করেন পুলিশ। গাড়ির নম্বর খতিয়ে দেখে পুলিশ জানতে পারে সেটি গুরুগ্রামের একটি কোম্পানির নামে রেজিস্টার করা। এরপর কোম্পানিতে গিয়ে গাড়ির মালিকের খোঁজ করতেই সামনে বিজয় প্রকাশের নাম। এর পরই তাঁকে গ্রেফতার করেন পুলিশ। যদিও পরে তাঁকে জামিনে ছাড়া হয় বলে স্বীকার করে নেন দিল্লি পুলিশের মুখপাত্র সুমন নালওয়া (Delhi Police)

আরও পড়ুন: মায়ের জন্য ওষুধ কিনে ফেরা হল না ঘরে, রুশ হামলায় মর্মান্তিক পরিণতি তরুণীর

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই একের পর এক বিপত্তি লেগে রয়েছে বিজয় শর্মার জীবনে। পেমেন্টস ব্যাংক সংক্রান্ত ঝামেলায় সম্প্রতি Paytm-এ গ্রাহক যোগের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে RBI। জানা গিয়েছে, ব্যাঙ্কের নির্দিষ্ট কিছু নজরদারি ব্যবস্থায় সমস্যা রয়েছে। সেইজন্য একটি তথ্যপ্রযুক্তি সংস্থাকে নিয়োগ করার কথা জানানো হয়েছে আরবিআই-এর তরফে। সেই সংস্থা রিপোর্ট দিলেই গ্রাহক সংযুক্তিতে ছাড়পত্র মিলতে পারে।

Advertisement