অনলাইনে প্রতারণার ফাঁদ! গ্রাহকদের সতর্ক করছে RBI
Connect with us

দেশের খবর

অনলাইনে প্রতারণার ফাঁদ! গ্রাহকদের সতর্ক করছে RBI

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে ক্রমশ ডিজিটাল হয়ে পড়ছি আমরা। একবিংশ শতাব্দীর গোড়ায় এসে ‘ডিজিটালাইজেশন’ শব্দটি এখন যেন আমাদের জীবনের অবিছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী থেকে শুরু করে আম-আদমি সকলেই জোর দিচ্ছেন ডিজিটাল লেনদেনের উপরে। নিজেকে সকলের কাছে আরও বেশি স্মার্ট প্রমাণ করতে অনেকেই না বুঝে কার্ড ব্যবহার করতে গিয়ে প্রতারকদের ফাঁদে পা দেন। আর তারপরেই ঘটে যায় চরম সর্বনাশ। মুহুর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

সম্প্রতি সাইবার প্রতারণার নতুন ফাঁদ তৈরি হয়েছে অনলাইনে পুরনো কয়েন, নোট বিক্রি। কোনও কিছু না বুঝে মোটা টাকা পাওয়ার প্রলোভনের চক্করে পড়ে বহু মানুষ প্রতিমুহুর্তে পড়ছেন প্রতারকদের চক্করে। সঙ্গে গচ্ছা যাচ্ছে জমানো মূলধন। বারবার এই বিষয়ে মানুষকে সতর্ক করা হলেও অনেক সময় নিজের অজান্তে বা ব্রেইন ওয়াশ করিয়ে গ্রাহকের সব টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। সর্বস্বান্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ।

Advertisement

আরও পড়ুন: জেল হেপাজতে ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে রণক্ষেত্র অসম

এইরকম ভুক্তভোগী মানুষদের অনলাইন প্রতারণার হাত থেকে বাঁচাতে সম্প্রতি নতুন গাইডলাইন প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আরবিআই-এর তরফে প্রকাশিত নয়া গাইডলাইনে বলা হয়েছে, অনলাইনে আরবিআই-এর নামে পুরোনো কয়েন ও নোট কেনাবেচা চলছে। আরবিআই-এর নামে এই লোকেরা বিভিন্ন ধরনের কমিশন ও ফি দাবি করছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, অনলাইন বা অফলাইনে পুরনো নোট বা কয়েন কেনার জন্য কোনও ফি নিচ্ছে না ব্যাঙ্ক। এই বিষয়ে জনগণকে সতর্ক থাকতে বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দ্বিপাক্ষিক সম্পর্কে জোর, কোয়াড সামিটে যোগ দিতে জাপান সফরে মোদি

Advertisement

পুরোনো কয়েন বা নোট বিক্রি নিয়ে প্রতারণার বিষয়টি নজরে এসেছে কেন্দ্রীয় ব্যাঙ্কের। এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, কারও সঙ্গে এমন কোনও চুক্তি করেনি RBI। ব্যাঙ্ক এই ধরনের কোনও ফি বা কমিশন চায় না। কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও বলেছে যে, এই ধরনের প্রতারকদের কাছে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.