২৬/১১ মুম্বই হামলা, হাফিজ সইদ তালহাকে 'জঙ্গি' ঘোষণা কেন্দ্রীয় সরকারের
Connect with us

দেশের খবর

২৬/১১ মুম্বই হামলা, হাফিজ সইদ তালহাকে ‘জঙ্গি’ ঘোষণা কেন্দ্রীয় সরকারের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পাক আদালতে ৩১ বছরের সাজা ঘোষণা হওয়ার পরদিনই ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড Hafiz Saeed-এর ছেলে Hafiz Talha Saeed-কে ‘চিহ্নিত জঙ্গি’ হিসেবে ঘোষণা করল ভারত সরকার।

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ৪৬ বছর বয়সী এই জঙ্গি নেতাকে ‘চিহ্নিত জঙ্গি’ হিসেবে ঘোষণা করল ভারত সরকার। জানা গিয়েছে, মুম্বই হামলার মাস্টার মাইন্ড তথা কুখ্যাত জঙ্গি হাফিজ সায়েদের গুণধর ছেলেও নানাধরণের অসামাজিক এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জঙ্গিদের প্রশিক্ষণ, অর্থের যোগান দেওয়া সহ এশিয়া আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গি কার্যকলাপ ঘটানোর পরিকল্পনা রয়েছে হাফিজ তালহা সায়েদের।

শনিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, ‘Lashkar-e-Taiba (LeT)’ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে হাতে মিলিয়ে আফগানিস্তানে বসে ভারতের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং জঙ্গি হামলা করার পরিকল্পনা ছিল হাফিজ তালহা সায়েদের। পাক আদালতের তরফে তাকে গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের সেই নির্দেশ অমান্য করে ইতিমধ্যে পাকিস্তানের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর অভিযোগ রয়েছে কুখ্যাত এই জঙ্গিপুত্রের বিরুদ্ধে। এছাড়াও পাকিস্তানে বসেই সে ভারত সহ পশ্চিমী দেশ আমেরিকা, ইজরায়েল প্রভৃতি প্রান্তে জেহাদি কার্যকলাপ পরিচালনা করত।

Advertisement

আরও পড়ুন: কোভিড আক্রান্ত হওয়ার ছয় মাসের মধ্যে বাঁধতে পারে রক্ত জমাট, দাবি গবেষণায়

১৯৬৭-এর UPA আইন ৩৭ ধারায় কেন্দ্রীয় সরকার তাকে জঙ্গি কার্যকলাপ এবং সংবিধান বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চিহ্নিত জঙ্গি’ হিসেবে দাবি করেছে। শুধু তাই নয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইতে ধারাবাহিক জঙ্গিহামলা বিস্ফোরণের ঘটনায় হাফিজ তালহা সায়েদের মাথা কাজ করেছিল। সেদিনের সেই ঘটনায় ১৬৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

আরও পড়ুন: আফিম চাষে না, নয়া ফরমান তালিবান শাসকের

Advertisement

উল্লেখ্য, কিছুদিন আগেই Pakistan সরকারের তরফে তাকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ‘জঙ্গি’ হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও তাকে ৩১ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও মুম্বই হামলায় হাফিজ সায়েদকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পাকিস্তানের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত ভারত সরকারের সেই আবেদনে সাড়া দেয়নি Pakistan।