আন্তর্জাতিক
নৃশংস ঘটনা! পাকিস্তানে গর্ভবতী মহিলাকে ধর্ষণের অভিযোগ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় পলাতক ৫ অভিযুক্ত। অপরাধীদের খুঁজে পেতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলাম শহরে। অভিযোগ, বাড়ির মধ্যে ঢুকে ওই নির্যাতিতার স্বামীকে প্রথমে মারধোর করে অভিযুক্তরা। তারপর গর্ভবতী ওই মহিলাকে ৫ যুবক মিলে গণধর্ষন করে।
এরপর ওই মহিলা চিকিৎসা করাতে নিজেই হাসপাতালে যান। সেখানে গিয়ে চিকিৎসকদের গোটা বিষয়টি খুলে বললে ঘটনার খবর প্রকাশ্যে আসে। হাসপাতালের তরফেই পুলিশকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন: কন্টেইনার ডিপোতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ২৫ জখম বহু
এদিকে ওই মহিলায় মেডিক্যাল চেকআপ করা হয়েছে। তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য লাহোরের ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। ঘটনায় পাঞ্জাব পুলিশের IGP জানিয়েছেন, নির্যাতিতা ওই মহিলার অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এই ধরনের নৃশংস অপরাধ এই প্রথম নয়। এর আগেও করাচিতে চলন্ত ট্রেনের মধ্যে বছর ২৫ এর এক মহিলাকে ধর্ষন করার অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন: লেটে রান! নির্ধারিত সময়ের থেকে ৩ ঘণ্টা দেরিতে দেশে ফিরল মিতালী এক্সপ্রেস
শুধু তাই নয়, চলতি বছরের ফেব্রুয়ারী মাসে পাঞ্জাব তথ্য কমিশনের দেওয়া রিপোর্টে দেখা গিয়েছে, পাঞ্জাব প্রদেশে গত ৬ মাসে মোট ২,৪৩৯ জন মহিলাকে ‘পারিবারিক সম্মানের’ নামে ধর্ষণ এবং ৯০ জনকে হত্যা করা হয়েছে।