আন্তর্জাতিক
চার্চে বন্দুকবাজের হামলা, নিহত শিশু সহ ৫০

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের বন্দুকবাজের তাণ্ডব! চার্চে প্রার্থনা করার সময় বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন অন্তত ৫০ জন। নিহতদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিন-পশ্চিম নাইজেরিয়ার অন্ডো প্রদেশের St. Francis Catholic Church-এ। ঘটনায় বন্দুকবাজরা চার্চের ফাদারকে অপহরণ করেছে বলে খবর। তবে কি কারণে এই হামলা তা এখনও জানা যায়নি। এদিকে হামলার এই ঘটনার নিন্দা করে অন্ডো প্রদেশের গর্ভনর এক টুইট বার্তায় বলেন, ”অপরাধীরা আমাদের হৃদয়ে, আমাদের শান্তিতে আঘাত করেছে। আমাদের প্রার্থনায় ব্যাঘাত ঘটিয়েছে। আমাদের শান্তি, ঐতিহ্য শত্রুদের দ্বারা আক্রান্ত হয়েছে।”
আরও পড়ুন: নৃশংস ঘটনা! পাকিস্তানে গর্ভবতী মহিলাকে ধর্ষণের অভিযোগ
জানা গিয়েছে, নাইজেরিয়া সরকারের তরফে এখনও মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করেনি। তিমিলেইন বলেছেন, ”অন্তত ৫০ জন নিহত হয়েছে”। যদিও অন্যরা সংখ্যাটা বেশি বলেই দাবি করেছেন। হামলার ঘটনাস্থল থেকে যে ভিডিয়োগুলি সশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে গির্জার উপাসকরা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এবং আশেপাশের লোকজন কান্নাকাটি করছে।
আরও পড়ুন: শারীরিক মিলনে ছড়াচ্ছে মাঙ্কিপক্স! যা জানাচ্ছে WHO
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেছেন, “শুধুমাত্র পার্শ্ববর্তী অঞ্চলের শয়তানরাই এ ধরনের জঘন্য কাজ করতে পারে। যাই হোক না কেন, এই দেশ কখনই দুষ্ট ও দুষ্ট লোকের কাছে হার মানতে পারবে না এবং অন্ধকার কখনই আলোকে জয় করবে না। নাইজেরিয়া শেষ পর্যন্ত জিতবে”। প্রেসিডেন্ট বুহারি, যিনি নাইজেরিয়ার দীর্ঘায়িত নিরাপত্তা সংকটের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন।