লেটে রান! নির্ধারিত সময়ের থেকে ৩ ঘণ্টা দেরিতে দেশে ফিরল মিতালী এক্সপ্রেস
Connect with us

আন্তর্জাতিক

লেটে রান! নির্ধারিত সময়ের থেকে ৩ ঘণ্টা দেরিতে দেশে ফিরল মিতালী এক্সপ্রেস

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সফলভাবে  বাংলাদেশ থেকে দেশে ফিরল  মিতালী এক্সপ্রেস।

শুক্রবার সকাল সাড়ে ৮’টা নাগাদ বাংলাদেশের ভূখণ্ড পেরিয়ে ভারতে প্রবেশ করে মিতালী এক্সপ্রেস। এদিন সকাল ৬’টায় সীমান্তের গেট পেরিয়ে হলদিবাড়ি স্টেশনে ট্রেন ঢোকার কথা থাকলেও নির্ধারিত সময় থেকে প্রায় পৌনে তিন ঘন্টা লেটে হলদিবাড়ি স্টেশনে পৌঁছয় মিতালী এক্সপ্রেস। তার আগে এদিন সীমান্তের গেটে বিএসএফের তরফে পুরো ট্রেন চেকিং করা হয়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ৯টা ২০ মিনিটে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে ভারতের এনজেপির উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করে ট্রেনটি।

Advertisement

আরও পড়ুন: সিবিআই-এর সাড়ে পাঁচ ঘণ্টা জেরার পর এসএসকেএম-এ অনুব্রত

ভারতের রেলমন্ত্রক সূত্রে খবর, বাংলাদেশ থেকে ট্রেনটিতে মাত্র আটজন যাত্রী নিয়ে আসে। এরমধ্যে পাঁচজন ভারতীয় ও তিনজন বাংলাদেশী রয়েছেন। এদিন বাংলাদেশের ইঞ্জিনও লোকো পাইলট সহ ট্রেনটি হলদিবাড়ি স্টেশনে পৌঁছানোর পর বাংলাদেশের লোকো পাইলট সহ ইঞ্জিনটি তাদের দেশে ফিরে যায়। এরপর সকাল ৯টা ২৭মিনিট নাগাদ ভারতীয় ইঞ্জিন দিয়ে এনজেপির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।

আরও পড়ুন: ভুল ট্রেনে উঠে চলে এসেছিলেন শেওরাফুলি, আরোগ্যের সহায়তায় ঘরে ফিরলেন বৃদ্ধা

Advertisement

শুক্রবার আন্তর্জাতিক মিতালী এক্সপ্রেস দেখতে হলদিবাড়ি স্টেশনে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন মিতালীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হলদিবাড়ি স্টেশন চত্বরে রেল পুলিশ সহ হলদিবাড়ি থানার আইসি ডিজি ভুটিয়ার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.