দেশের খবর
মাঝ আকাশে SpiceJet-এর বিমানে আগুন! বরাতজোরে বাঁচলেন যাত্রীরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের বিমান বিপত্তি। বিমান বন্দর থেকে উড়ানের পর মাঝ আকাশে অগ্নিকাণ্ডের ঘটণা ঘটল SG723 নম্বর স্পাইসজেটের একটি বিমানে।
জানা গিয়েছে, এদিন পাটনা থেকে মোট ১৮৫ জন যাত্রী নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। বিমানটি টেক অফ করার পর স্থানীয়রাই মাঝ আকাশে বিমান থেকে ধোঁয়া বেরতে দেখেন। তারাই স্থানীয় প্রশাসন এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষকে খবর দেন। যান্ত্রিক ত্রুটির জেরেই এই সমস্যা দেখা দিয়েছে। ঠিক কী কারণে আগুন লাগার মতো ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। বরাতজোরে রক্ষা পেয়েছেন বিমানের সকলেই।
#WATCH Delhi bound SpiceJet flight returns to Patna airport after reporting technical glitch which prompted fire in the aircraft; All passengers safely rescued pic.twitter.com/Vvsvq5yeVJ
— ANI (@ANI) June 19, 2022
এই বিষয়ে, পাটনা বিমানবন্দরের এক আধিকারিক জানান, প্রত্যেক যাত্রীকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। মাঝ আকাশে ইঞ্জিনের সমস্যার জেরে একটা দূর্ঘটনা ঘটেছিল। কিন্তু, পাইলট দ্রুত ATC-র সঙ্গে যোগাযোগ করেন। তারপর তাঁর তৎপরতায় বিমানটির এমারজেন্সি ল্যান্ডিং করানো হয়। পাটনা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় বিমানটি।
সম্প্রতি স্পাইসজেট বিমান সংস্থার বিরুদ্ধে খামখেয়ালিপনায় অভিযোগ ওঠে। চরম হয়রানির শিকার হন রোগী ও তাঁর পরিজনরা। চেন্নাই থেকে অন্ডালেফেরার জন্য স্পাইসজেট (SpiceJet) বিমানের টিকিট কাটলেও আসেনি উড়ান।
আরও পড়ুন: হাসপাতাল থেকেই আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা সোনিয়ার
সংস্থার তরফেও আগাম কোনও খবর দেওয়া হয়নি। ফলে চেন্নাই বিমানবন্দরেই আটকে পড়েন দুর্গাপুর সহ সংলগ্ন কিছু এলাকার ২০ জন যাত্রী। যাঁদের মধ্যে অধিকাংশই রোগী। পরে ৮ জনের ফেরানোর বন্দোবস্ত করা হলেও বাকিদের ভাগ্যে শিকে ছেঁড়েনি।