দেশের খবর
‘অগ্নিপথ’ প্রত্যাহারের প্রশ্নই নেই! সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে বড় ঘোষণা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় উত্তাল গোটা দেশ। বিদ্রোহের আগুন ছড়িয়েছে বিহার-উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান সহ এ বাংলাতেও। তবুও পিছু হটতে নারাজ সরকার পক্ষ।
রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক বসে। এই বৈঠকের পরই জানা যায়, অগ্নিপথ প্রকল্পে প্রত্যাহারে একেবারেই রাজি নয় কেন্দ্রীয় সরকার। বরং দেশের অগ্নিবীরদের জন্য এদিন আরও একগুচ্ছ সুযোগ সুবিধার কথা ঘোষণা করেন তিনি বাহিনীর প্রধানরা।
জানা গিয়েছে, অগ্নিপথ প্রকল্পের প্রত্যাহারের যে কোনও প্রশ্ন নেই তা আগেই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ২৪ জুন থেকে শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া। মোট দু’দফায় ৪০ হাজার অগ্নিবীরদের নিয়োগ করা হবে। সেনার মতই যাবতীয় ভাতা পাবেন অগ্নিবীররা। নিয়োগ হবে ডিসেম্বরের প্রথম পর্যায়ে।
আরও পড়ুন: মাঝ আকাশে SpiceJet-এর বিমানে আগুন! বরাতজোরে বাঁচলেন যাত্রীরা
এদিনের বৈঠক থেকে লেফটান্যান্ট জেনারেল অনিল পুরী বলেন, ”তারুণ্য এবং অভিজ্ঞতার মেলবন্ধনেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনারা বিশ্বাস করুন, একজন অগ্নিবীর এবং আমার মধ্যে কিংবা একজন জওয়ানের মধ্যে কোনও পার্থক্য নেই। নিয়োগের পর চার বছরের মধ্যে কোনও অগ্নিবীর শহিদ হলে তাঁর পরিবার ১ কোটি টাকা পাবেন।”
আরও পড়ুন: হাসপাতাল থেকেই আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা সোনিয়ার
তিনি আরও বলেন, “এই সংস্কারের প্রয়োজন ছিল। দীর্ঘদিন ধরে এই সংস্কারের চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীতে তারুণ্যতে জোর দিয়েই এই প্রকল্প। ১৯৮৯ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। সংস্কারের পদক্ষেপ হিসেবেই CDS-এর নিয়োগ করা হয়। দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত।”