দেশের খবর
মাঝ আকাশে বিমান বিপত্তি, জ্বালানী বাড়ন্ত পাকিস্তানে ল্যান্ড করল SpiceJet

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিপত্তি কিছুতেই কাটছে না স্পাইসজেট বিমানের। ফের মাঝ আকাশে বিপত্তির জেরে যাত্রীদের সুরক্ষায় তড়িঘড়ি পাকিস্তানে অবতরণ করতে হল SpiceJet এর বোয়িং 737-8 MAX (VT-MXG) বিমানকে।
জানা গিয়েছে, স্পাইসজেট বোয়িং 737-8 এর বিমানটি মঙ্গলবার মুম্বই থেকে দুবাই উড়ে যাচ্ছিল। সেই সময় মাঝ আকাশে বিমানের জ্বালানী ফুরিয়ে যায়। যার ফলে বড় কোনও বিপদ এড়াতে দ্রুত করাচির পোর্ট সিটিতে অবতরণ করান ওই বিমানের পাইলট।
সূত্রের খবর, বিমানের ফুয়েল সিস্টেমে সমস্যার জেরেই এই ত্রুটি ধরা পড়ে। যার ফলে কোনওরকম ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি বিমানটিকে নামানো হয় পাকিস্তানের পোর্ট সিটিতে। যাত্রীদের সেখান থেকে নিরাপদে ফিরিয়ে আনতে এরপরই বেলা দেড়টা নাগাদ মুম্বই থেকে করাচির উদ্দেশ্যে একটি বিশেষ বিমান পাঠায় স্পাইসজেট।
আরও পড়ুন: ‘নূপুর শর্মার শিরচ্ছেদ করলে বাড়ি দান করব’, ভাইরাল ভিডিয়োতে বিতর্ক
বিমানটির বাঁদিকের ট্যাংকে জ্বালানির পরিমাণ কমে গিয়েছিল। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সত্ত্বেও কী করে জ্বালানির পরিমাণ কমে গিয়েছিল, তা নিয়ে চিন্তিত স্পাইসজেট কর্তৃপক্ষও।
জানা গিয়েছে, মাঝ আকাশে বড় দুর্ঘটনা এড়াতে তাই করাচিতেই বিমানটির এমারজেন্সি ল্যান্ডিং করান সংশ্লিষ্ট বিমানের পাইলট। এদিকে, কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইন্ডিকেটর লাইট ঠিকমতো কাজ না করায় এই জরুতি অবতরণ করানো হয়েছে।
যদিও এই প্রথম নয়। স্পাইসজেট বিমান যেখানে বিপদ সেখানে এমন অবস্থা হয়েছে এই উড়ান সংস্থার। কারণ, এর আগেও একাধিকবার মাঝ আকাশে বিপত্তি দেখা গিয়েছে এই বোয়িং সংস্থার বিমানের। শুধু তাই নয়, সম্প্রতি মাটি থেকে প্রায় ৫ হাজার উচ্চতায় হঠাৎ করে বিমানের ভিতর কালো ধোঁয়ায় ভরে যায়। কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে আসায় চেঁচামেচি শুরু করেন বিমানের যাত্রীরা। তারপর দ্রুত বিমানটিকে নিরাপদ জায়গায় নামানোর ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন: রেস্তরাঁর খাবারে নেওয়া যাবে না সার্ভিস চার্জ, নিলেই অভিযোগ
প্রসঙ্গত, গত পয়লা মে মুম্বই-দুর্গাপুর বিমানের যাত্রী সুরক্ষার উপর বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। ঝোড়ো আবহাওয়ার জেরে বড়সড় বিপদের মুখে পড়ে মুম্বই অন্ডালগামী স্পাইসজেটের যাত্রীবাহী বিমান। যদিও শেষপর্যন্ত নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।