আন্তর্জাতিক
Covid-এর বিরুদ্ধে লড়াইয়ে জিতে গিয়েছে কোরিয়া! দাবি কিম প্রশাসনের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একে করোনায় রক্ষা নেই! দোসর অজানা রোগের আতঙ্ক। এরই মধ্যে খুব শীঘ্রই নিজেদের দেশকে সম্পূর্ণ Covid19 মুক্ত বলে ঘোষণা করতে চলেছেন কিম জং উন।
উত্তর কোরিয়ার ‘স্টেট মিডিয়ার’ তরফে প্রকাশিত রিপোর্ট থেকে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। আর যা নিয়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে জনমানষে। সূত্রের খবর, মাত্র ২৬ মিলিয়ন জনবসতির দেশে ১৮ শতাংশের দেহে কোভিডের উপসর্গ মিলেছিল এবং ১০০ জন মারা গিয়েছেন।
শুধু তাই নয়, যাঁদের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছিল তাঁরা সকলেই বহিরাগত বলেই দাবি করেছে কিম প্রশাসন। মনে করা হচ্ছে, করোনা বিরুদ্ধে লড়াইয়ে জিতে গিয়েছে কোরিয়া। খুব শীঘ্রই জয় ঘোষণা করা হতে পারে।
অন্য দিকে এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার সরকার এবং কিছু বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, উত্তর কোরিয়া শীঘ্রই ঘোষণা করতে পারে যে তারা ভাইরাসকে পরাজিত করেছে। অবশ্যই তার জন্য রাষ্ট্রনেতা কিম জং উনের চতুরতাকে নির্দেশ করেছেন তাঁরা।
আরও পড়ুন: অর্থনৈতিক সঙ্কটে জেরবার দেশ, চা-রুটি বিক্রি করছেন প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার
এদিকে, সরকার যখন কোভিড জয়ের ঘোষণার লক্ষ্যে এগোচ্ছে তখন সে দেশে কয়েকশো পরিবার অজানা রোগে ভুগছে, এই তথ্য জানিয়েছে কিম জং উনের দেশ। এই পরিস্থিতিতে ওষুধ সরবরাহে জোর দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে জাতীয় মেডিক্যাল দল।
আরও পড়ুন: কাবুলের গুরুদ্বারে বিস্ফোরণ, হামলার দায় স্বীকার করল ISIS
সে দেশে চিকিৎসা পরিকাঠামোর এমনিতেই ভঙ্গুর দশা। ফলে রোগ নিরাময়ে প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। জানা গিয়েছে, দক্ষিণ হোয়াংহাই প্রদেশের বিভিন্ন এলাকায় এই মহামারি ছড়িয়েছে। ৮০০টিরও বেশি পরিবারে রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। অসুস্থদের সকলকে ওষুধ সরবরাহ করা হচ্ছে।