অর্থনৈতিক সঙ্কটে জেরবার দেশ, চা-রুটি বিক্রি করছেন প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার
Connect with us

আন্তর্জাতিক

অর্থনৈতিক সঙ্কটে জেরবার দেশ, চা-রুটি বিক্রি করছেন প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশ স্বাধীন হয়েছিল ১৯৪৮ সালে। স্বাধীনতার পর আগে কখনও এত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। খাদ্য-পণ্য থেকে শুরু করে জ্বালানি তেলের সঙ্কটে ভুগছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। ক্রমশ ফুরিয়ে আসছে মজুত কয়লার ভাণ্ডার। হাতে আর যা জ্বালানি আছে তা দিয়ে মেরেকেটে আর মাত্র পাঁচদিন চলতে পারে। এমনটাই খবর শ্রীলঙ্কার প্রশাসন সূত্রে।

ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের অবস্থা এতটাই খারাপ যে প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার Roshan Mahanama-কে পাউরুটি, চায়ের ট্রে হাতে দেখা গেল রাজধানী শহর কলম্বোর একটি পেট্রোল পাম্পে। তাহলে কি অন্যান্যদের মতো অর্থনৈতিক সঙ্কটে জেরবার প্রাক্তন এই ক্রিকেটারও?

সোমবার এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, বিষয়টি ঠিক তেমন নয়! অর্থ সঙ্কটে পড়েননি Roshan Mahanama। আসলে পেট্রোল পাম্পে তেলের লাইনে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা অসহায় ক্ষুধার্ত মানুষগুলির মুখে একটু চা-জল তুলে দিতে চায়ের ট্রে হাতে নিয়ে ঘোরা ফেরা করছিলেন তিনি। শুধু তাই নয়, তেলের লাইনে অনেক সময় ধরে অপেক্ষারতদের উদ্দেশে তিনি জানান, জ্বালানি ক্রেতারা যেন একেবারে খালি পেটে না থাকেন। তাহলে যে কোনও মুহুর্তে অসুস্থ হয়ে পড়তে পারেন। এর জন্য তাঁদের কাছে সবসময় তরল জাতীয় পানীয় এবং খাবার রাখার কথাও বলেন তিনি।

Advertisement

আরও পড়ুন: মার্কিন মুলুকে ফের শ্যুট আউট!

অন্য দিকে দিন যত যাচ্ছে ততই খারাপ হচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি। ফুরিয়ে আসছে তেলের ভাণ্ডার। জ্বালানির সমস্যা মেটাতে দেশের চাকুরিজীবীদের ওয়ার্ক ফ্রম করার নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার সরকার। এছাড়াও বিদ্যুতের খরচ কমাতে সপ্তাহে পাঁচদিন স্কুল খোলা রাখার কথাও বলা হয়েছে। সম্ভব হলে অনলাইন পঠনপাঠনে জোর দেওয়ার কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, অর্থনৈতিক এই করুণ দশা শুধু শ্রীলঙ্কার একার নয়। একই পথে হাঁটছে ভারতের আর এক প্রতিবেশী দেশ পাকিস্তানও। সেখানের পরিস্থিতিও ক্রমশ জটিল হচ্ছে। শ্রীলঙ্কার মতো একগাদা ঋণের বোঝা না থাকলেও দেশের GDP-র বৃদ্ধির হার অত্যন্ত শ্লথ। যার ফলে প্রায় নুইয়ে পড়েছে দেশের অর্থনীতির কোমর। পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পাকিস্তানের বাসিন্দাদের চা পান করার অভ্যাস কমানোর নির্দেশ দিয়েছেন পাক মন্ত্রী।

Advertisement

আরও পড়ুন: সাইকেল চালাতে গিয়ে বিপত্তি, ধপাস করে মাটিতে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট

পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল অর্থনীতিকে চাঙ্গা রাখতে সেখানকার নাগরিকদের কম চা পান করার কথা বলেছেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.