বাংলার খবর
মাধ্যমিকের জন্য ইন্টারনেট বন্ধ অযৌতিক, প্রতিবাদ জানিয়ে মামলা আইনজীবীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাধ্যমিক পরীক্ষার জন্য ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত রাজ্যের ৭টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। টোকাটুকি এবং প্রশ্ন ফাঁস রুখতে এবছর পর্ষদ এবং নবান্নের তরফে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। আর সেইমতো পরীক্ষার দিনগুলিতে রাজ্যের সাত জেলার নির্দিষ্ট পিনকোড ভিত্তিক এলাকায় সকাল ১১টা থেকে বিকেল ৩টে ১৫ মিনিট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা সম্পূর্ন বন্ধ রাখা হয়েছে।
এদিকে টানা তিনঘণ্টা ইন্টারনেট বন্ধ থাকলে অনেক জরুরি পরিষেবা ব্যাহত হবে। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে মামলা করলেন এক আইনজীবী। মামলাকারী ঐ আইনজীবীর বক্তব্য মাধ্যমিক পরীক্ষার সময় নেট বন্ধের এই সিদ্ধান্তের জন্য রাজ্য আগে থেকে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি।
ভয়েস কল এবং মেসেজের ক্ষেত্রে এমন কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি।রাজ্যের মধ্যে শুধু মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিং জেলায় এই নিয়ম কেন?
আরও পড়ুন: রাজ্য কমিটি ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি আরও বলেন, ”বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে ইন্টারনেট বন্ধ করা মানে মানুষের বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা।এখন সব কিছুতে ইন্টারনেট লাগে। একটা ট্যাক্সি বুক করতে গেলেও ইন্টারনেট লাগে। বলা ভালো, কেউ অস্বীকার করতে পারবে না এটা এখন জরুরি বস্তু। আমার আবেদন ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হোক। পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়া আটকাতে না পারলে সরকার অন্য পন্থা ভাবুক। ইন্টারনেট এর মাধ্যমেই এখন জগৎ চলে। চার থেকে পাঁচ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখা সম্পূর্ন অযৌতিক। নেট পরিষেবা বন্ধ রাখলে যেকোনও এমার্জেন্সি ঘটনা সামলানো সম্ভব হবে না।”
তিনি বলেন, ”পুরো জেলায় বন্ধ। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় ব্যাহত পরিষেবা।” যদিও এই বিষয়ে রাজ্য এজি বলেন, ”১৪৪ ধারা জারি করা হয়েছে মাধ্যমিক স্কুলগুলির এলাকায়। তাই পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। বৃহস্পতিবার রিভিউ কমিটির বৈঠক আছে। সকাল ১১টা থেকে internet connection বন্ধ রেখে প্রশ্নপত্র ফাঁস আটকানো যাচ্ছে কি না তাই নিয়ে আলোচনা হবে।”
আরও পড়ুন: দেওয়া হল না জীবনের প্রথম বড় পরীক্ষা, মর্মান্তিক পরিণতি ছাত্রের
এদিকে বিজ্ঞপ্তিতে বলা আছে, ইন্টেলিজেন্স রিপোর্টে বলা হচ্ছে কিছু বেআইনি কাজ হতে পারে মাধ্যমিক কেন্দ্রে। এটা বোর্ডের পরীক্ষা। তাই কড়াকড়িটা করতে হয়ছে। বোর্ড চাইলে এই সিদ্ধান্ত নিতে পারে। চিটিং বন্ধ করতে বোর্ড এই সিদ্বান্ত নিয়েছে। ইন্টারনেট ৪ঘণ্টা ১৫ মিনিট বন্ধ হচ্ছে। তাও বিস্তৃত এলাকায় নয় ,খুব স্বল্প এলাকা জুড়ে এটা করা হয়েছে।এটা দার্জিলিং-এর বাগডোগরা, বীরভূমের পাঁচটি ব্লক। জলপাইগুড়ির তিনটি ব্লক। কোচবিহারের মেখলিগঞ্জ, শীতলকুচি সহ কিছু এলাকা। এছাড় মালদা জেলার কিছু এলাকায় বন্ধ রাখা হয়েছে নেট পরিষেবা।