বাথরুমের জল খেয়েই কেটেছে দিন, বাড়ি ফিরেও আতঙ্কের প্রহর কাটছে না রুপমদের
Connect with us

বাংলার খবর

বাথরুমের জল খেয়েই কেটেছে দিন, বাড়ি ফিরেও আতঙ্কের প্রহর কাটছে না রুপমদের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যুদ্ধ লেগেছে ভারত থেকে কয়েক হাজার মাইল দূরে অবস্থিত দেশ রাশিয়া-ইউক্রেনের মধ্যে। আর এই দুই দেশের মধ্যে চলা বিবাদমান পরিস্থিতিতে দারুণ সংকটে পড়েছেন সেদেশে পাঠরত ভারতীয় পড়ুয়ারা। যদিও কেন্দ্র এবং ভারতীয় দূতাবাসের তরফে ইতিমধ্যে প্রায় ১৬ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদেরও দ্রুত নিজেদের দেশে ফিরিয়ে আনতে তড়িৎ গতিতে কাজ চালাচ্ছে কেন্দ্রের ‘অপারেশন গঙ্গা প্রজেক্ট’।

এই অপারেশন গঙ্গা প্রজেক্টের মাধ্যমে দেশে ফিরে এসে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে কাটানো অভিশপ্ত দিনগুলির কথা ভেবে শিউরে উঠছেন ইউক্রেন ফেরত ঝাড়্গ্রামের ডাক্তারি পড়ুয়া রুপম মন্ডল, সুমন পণ্ডিতরা। বুধবার দেশে ফিরে গ্রামের বাড়ি পৌঁছে সংবাদমাধ্যমের কাছে শেয়ার করেছেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনে কাটানো বিভীষিকাময় দিনগুলির কথা।

শুধু তাই নয়, রুশ আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেন থেকে পালানোর সময় বাথরুমের জল খেয়েও দিন কাটাতে হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেন থেকে ফেরত ওই ডাক্তারি পড়ুয়ারা। যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে এদিনই নিজের বাড়িতে ফেরেন ঝাড়গ্রামের ভূমিপুত্র তথা ডাক্তারি পড়ুয়া রুপম মন্ডল।

Advertisement

আরও পড়ুন: দেওয়া হল না জীবনের প্রথম বড় পরীক্ষা, মর্মান্তিক পরিণতি ছাত্রের

জানা গিয়েছে, ২০১৮ সালে ডাক্তারি পড়ার জন্য ইউক্রেনে পাড়ি দিয়েছিল রুপম। সে এখন চতুর্থ বর্ষের ছাত্র। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর অন্ধকার বাঙ্কারের মধ্যে দিন কাটাতে হয়েছে তাঁদেরকে। রুপম আরও জানান, তাঁকে বাথরুমের জল খেয়ে দিন কাটাতে হয়েছে। রুশ বাহিনীর আগ্রাসনের জেরে রাস্তায় বেরোনো সম্ভব হয়নি। বহুকষ্টে পোল্যান্ড হয়ে তাঁরা ভারতে ফিরেছে বলে জানান।

তবে এখনও বহু ভারতীয় পড়ুয়া ইউক্রেনে আটকে রয়েছে। তাই বন্ধুদের জন্য মন খারাপ রুপমের। শুধু তাই নয়, সে ভারত সরকারের কাছে আবেদন করেছেন যেসব ডাক্তারি পড়ুয়া বা অন্যান্য ভারতীয়রা ইউক্রেনে আটকে পড়েছে তাঁদের দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হোক।

Advertisement

এদিকে সুস্থভাবে বাড়িতে ফিরে আসায় সে খুবই খুশি বলে জানান। সেই সঙ্গে ছেলেকে ফিরে পেয়ে খুশি তাঁর বাবা-মা সহ পরিবারের সকলে। তবে রূপম বলেন, ”আমার অনেক বন্ধু এখনও সেখানে আটকে রয়েছে। তাঁদের জন্য মন খারাপ।”

আরও পড়ুন: গদি কি বাঁচাতে পারবেন, চিন্তায় ইমরান খান

যদিও ঘরে ফিরে হাজার মাইল দূর দেশের যুদ্ধের ভয়াবহতা এখনও মুছে যায়নি তাঁর মন থেকে। এখনও সে আতঙ্কিত। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ইউক্রেনে ফিরে যাওয়ার কথাও জানিয়েছে রুপম। তবে বাবা মায়ের সঙ্গে এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে ঝাড়গ্রামেই থাকবে বলেই জানায় ওই ছাত্র। এদিকে রুপম বাড়ি ফিরে আসায় খুশি ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা এবং তাঁর প্রতিবেশীরা।

Advertisement