রাজ্য কমিটি ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

রাজনীতি

রাজ্য কমিটি ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : দলের সাংগঠনিক বৈঠক থেকে রাজ্য কমিটি ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক সভা থেকেই শৃঙ্খলা রক্ষা কমিটি, সহ-সভাপতি, রাজ্য সাধারণ সম্পাদক, মিডিয়া কমিটি সহ একাধিক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, পাঁচ জেলায় সভাপতিও বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও মহাসচিব হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আবারও রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন সুব্রত বক্সি।

শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়। সহ-সভাপতি হলেন অমিত মিত্র। রাজ্য মহিলা সভাপতি করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। সর্বভারতীয় মহিলা সভাপতি থাকছেন কাকলি ঘোষ দস্তিদার। উত্তর কলকাতার সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে সঠিক বন্দ্যোপাধ্যায়কে। সহ-সভাপতি করা হয়েছে সৌগত রায়, তাপস রায়, ব্রাত্য বসু, দীপক অধিকারী (দেব), শতাব্দী রায়, আবদুল করিম, ডেরেক ও’ব্রায়েন, জয়প্রকাশ মজুমদার-সহ আরও অনেককে। সাধারণ সম্পাদক করা হয়েছে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, শশী পাঁজা, প্রতিমা মণ্ডল, কৃষ্ণ কল্যাণী, রবি টুডু, তন্ময় ঘোষ সহ আরও অনেককেই। সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান হয়েছেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীকে। মিডিয়া সেলের দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন সহ আরও অনেকেই। আলোরানি সরকারের বদলে বনগাঁর সভাপতি করা হয়েছে প্রাক্তন বিধায়ক গোপাল শেঠকে।

কৃষ্ণনগর উত্তরের সভাপতি করা হয়েছে নাকাশিপাড়ার ছয় বারের বিধায়ক কল্লোল খানকে। দেবব্রত মণ্ডলকে সরিয়ে তমলুক সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন তুষার মণ্ডল। ওই জেলার সংগঠনের চেয়ারম্যান করা হয়েছে সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রকে। কোচবিহার জেলার সভাপতি করা হয়েছে প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে। ওই জেলা সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে সংগঠনের চেয়ারম্যান করা হয়েছে গিরিন বর্মনকে। পাশাপাশি ছাত্র ও যুব সংগঠনেও বেশ কিছু বদল আনার ইঙ্গিত এ দিনের সভায় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের মঞ্চে থেকে জনসংযোগ কর্মসূচির কথা ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী। তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার তারিখ থেকেই এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন তিনি। আগামী ৫ মে থেকে রাজ্যে লাগাতার জনসংযোগ কর্মসূচি করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। তিন ধাপে এই কর্মসূচি হবে। প্রথম পর্যায়ে ৫ মে থেকে ২১ জুলাই, পরের পর্যায়ে ২১ জুলাই থেকে রাজ্যের উৎসবের মরসুম শুরু হওয়ার আগে পর্যন্ত,আর তৃতীয় পর্যায়ে কর্মসূচি শুরু হবে পুজোর পর থেকে। পরবর্তী সময়ে এই কর্মসূচি প্রসঙ্গে বিস্তারিত জানানো হবে। প্রথমে এই কর্মসূচি শুরু হওয়া দিন হিসেবে ২ মে দিনটি ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু ওইদিন ঈদ থাকায় কর্মসূচি পিছিয়ে ৫ তারিখ করা কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী।

Advertisement