বাংলার খবর
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হিরণ, খড়গপুর জুড়ে দুঃশ্চিন্তা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পুরভোটের আগে থেকেই তাঁকে নিয়ে উঠেছিল দলবদলের জল্পনা। এমনকি নির্বাচনী প্রচারে তাঁর ব্যানারে বিজেপির (BJP)-এর সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের ছবি না থাকায় তা নিয়েও কম জলঘোলা হয়নি। যদিও সব জল্পনায় জল ঢেলে বাংলার পুরযুদ্ধে খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)।
যদিও তাঁর খড়গপুর পৌরসভা নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে জয় লাভ করে আসার পর থেকেই বেশ কিছু কথা ভেসে আসতে থাকে তাঁর নামে। দলীয় কার্যালয়ে চলে বিধায়ক বনাম অপর এক গোষ্ঠীর ঠান্ডা যুদ্ধ। সংবাদ মাধ্যমেও বেশ কয়েকদিন শিরোনামে থাকেন খড়গপুর এর এই তারকা বিধায়ক। প্রকাশ্যে শোনা যায়, হিরণ চট্টোপাধ্যায় খড়গপুর পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন। তারপরে নড়েচড়ে বসে বিধায়ক নিজে। সংবাদমাধ্যমের কাছে তিনি জানান, তিনি তো বিরোধী দলের কাউন্সিলর কোন হিসেবে চেয়ারম্যান হবেন।
আরও পড়ুন: রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণ কল্যাণী, আনন্দে মাতলো রায়গঞ্জ
বেশ কিছুটা সময় যাওয়ার পর নিজের দলের কাছে কিছুটা চাপে পড়ে যান হিরণ। তারপর হঠাৎই মঙ্গলবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হন হাসপাতালে। টলি এই অভিনেতা কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই দলের রাজ্য সভাপতি সহ দলের কর্মী সমর্থক অনুরাগীরা দেখতে যান বিধায়ককে। সকলেই এদিন বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন। অন্যদিকে, জেলা জুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিধায়কের শারীরিক অসুস্থতা নিয়ে।
আরও পড়ুন: রাজ্য কমিটি ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
বিজেপি (BJP) বিরোধী দলের নেতাদের মুখে একটাই কথা ও চাপের মুখে অসুস্থ হয়ে পড়েছে। দলের ভিতর নিজেদের নেতাকর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন হিরণ। যদিও বিধায়ক বিষয়টিকে গুরুত্ব দেননি। আপাতত বিধায়ক শরীরের অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।