মাসের শুরুতেই জ্বালানির দরে ছ্যাঁকা, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
Connect with us

দেশের খবর

মাসের শুরুতেই জ্বালানির দরে ছ্যাঁকা, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একদিকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী তো অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস ওঠার যোগার আমজনতার। যেন দিন যত যাচ্ছে ততই পকেটের উপর চাপ বাড়ছে সাধারণ মানুষের। গরমের তপ্তদিনে সেই তাপ আরও বাড়িয়ে দিল ঊর্ধ্বমুখী গ্যাসের দাম।

মাসের প্রথমে গৃহস্থের পকেটে টান! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে এদিন বাড়ানো হয়েছে LPG গ্যাসের দাম। রবিবার ছুটির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ১০২ টাকা ৫০ পয়সা। যারফলে এবার থেকে হোটেল-রেস্তোরা বা ব্যবসায়িক কাজে বাণিজ্যিক গ্যাস কিনতে গেলে পকেট থেকে খসাতে হবে ২৩৫৫ টাকা ৫০ পয়সা।

১ মে থেকে সারাদেশে বাণিজ্যিক গ্যাসের এই নতুন দাম কার্যকরী হচ্ছে। তবে শুধু বাণিজ্যিক গ্যাস নয়, বাড়ানো হয়েছে ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দামও। ১ মে থেকে ৫ কেজি এলপিজি গ্যাসের দাম হচ্ছে ৬৫৫ টাকা। রবিবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, এর আগে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২৩৫৩ টাকা। ১০২ টাকা দাম বাড়ানোয় নতুন দাম হল ২৩৫৫ টাকা ৫০ পয়সা।

Advertisement

এছাড়াও ৫ কেজির সিলিন্ডারের বর্ধিত দাম হল ৬৫৫ টাকা। তবে শুল্কের ভিত্তিতে বিভিন্ন রাজ্যে গ্যাসের দাম ভিন্ন হয়। যারফলে ১ মে থেকে দেশের চার বড় মেট্রো শহরে বাণিজ্যিক গ্যাসের নতুন বর্ধিত দাম হল রাজধানী দিল্লিতে ২৩৫৫ টাকা ৫০ পয়সা। ৫ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম হল ৬৫৫ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে রবিবার থেকে বর্ধিত গ্যাসের দাম হল ২৩০৭ টাকা।

আরও পড়ুন: বিচার ব্যবস্থায় স্থানীয় ভাষার ব্যবহারে জোর, সাধারণের জন্য বিশেষ বার্তা মোদির

এর আগে শহর কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হত ২৩৫১ টাকা। ১ মে থেকে নতুন দাম বেড়ে হল ২৪৫৫ টাকা। এদিকে চেন্নাইতে আগে ১৯ কেজির এই গ্যাসের দাম ছিল ২৪০৬ টাকা। এখন বর্ধিত মূল্য হল ২৫০৭ টাকা।

Advertisement

আরও পড়ুন: কয়লা সঙ্কটের জের! দেশের এই রাজ্যে বাতিল শতাধিক ট্রেন

প্রসঙ্গত, রুশ-ইউক্রেন দ্বন্ধের জেরে সারা বিশ্বের বাজারে ওঠানামা করছে অপরিশোধিত তেলের দাম। এই অবস্থায় জ্বালানির সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ। দাম বেড়েছে প্রচলিত শক্তিগুলিরও। যারফলে হোটেল- রেস্তরাঁতে এবার খাবারের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.